মিনহাজুল আবেদীন : [২] সোমবার আলগ্রেভ সমুদ্রে সৈকতে নেমেছিলেন ২ নারী। আচমকা তাদের কায়াকটি তলিয়ে যাওয়ার উপক্রম হয়। দূর থেকে এই দৃশ্য দেখে পানিতে নেমে পড়েন মার্সেলো রেবেলো ডি সুজা। সাঁতরিয়ে তাদেরকে উদ্ধার করেন, ৭১ বছর বয়সের পর্তুগালের এ প্রেসিডেন্ট। বিবিসি
[৩] বিপদ আঁচ করতে পেরে সাহায্যের জন্যে এগিয়ে যান তিনি। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যপক আলোচিত হয়েছে।
[৪] প্রেসিডেন্ট সুজা ঘটনা সম্পর্কে বলেন ‘তখন পশ্চিমের ঢেউগুলো ছিল খুবই বিশাল। ঢেউয়ের তোড়ে তারা ভেসে উল্টে যায়। এছাড়া সেখানে তখন প্রচুর পানি। এমনকি তারা কায়াকটি ঘুরিয়ে ফের উপক‚লে আনতে কিংবা এর উপরে উঠতেও পারছিল না। এতটাই গতি ছিল ঢেউয়ের।’ রয়টার্স
[৫] তিনি বলেন, ভবিষ্যতে সৈকত ভ্রমণের ক্ষেতে নারীদের আরও সচেতন থাকতে হবে।