মিনহাজুল আবেদীন : [২] রোববার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সম্পাদকের অফিস কক্ষের সামনে এ বক্স স্থাপন করা হয়। জাগোনিউজ
[৩] এ বিষয়ে সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, শনিবার প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সুপ্রিম কোর্ট বার নেতাদের ভার্চুয়াল মিটিং হয়েছে। সেখানে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বলা হলে প্রধান বিচারপতি বলেছেন সুনির্দিষ্টভাবে অভিযোগ জানাতে। এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলানিউজ
[৪] তিনি বলেন, সুপ্রিম কোর্টের যে কোনো পর্যায়ে ঘুষ-দুর্নীতি-অনিয়মের সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত, অডিও-ভিডিও রেকর্ডিং এবং বিকাশ, নগদ, রকেটসহ অন্য কোনো মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সম্পাদকের অফিস কক্ষের সামনে স্থাপিত অভিযোগ বক্সে জমা দিন। প্রিয়.কম