শিরোনাম
◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক?

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি প্রক্টরিয়াল টিমের ওপর হামলা: ৬ সন্দেহভাজন শাহবাগ থানায়

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের চার সদস্যের ওপর হামলার অভিযোগে সন্দেহভাজন ৬ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় 'ডেকে নিয়েছে' শাহবাগ থানা-পুলিশ।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা অভিযোগ তদন্তের অংশ হিসেবে ৬ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার থানায় ডেকে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, তারা এখন থানাতেই রয়েছেন।

এদের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের (ঢাকা মহানগর দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ড) অনুসারীরাও রয়েছেন।

গত শনিবার ঈদুল আজহার দিন সন্ধ্যা সাতটার দিকে টিএসসির সড়কদ্বীপে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত চারজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়৷

এদিকে শনিবারের ঘটনাটিকে 'হাতাহাতি' বলে উল্লেখ করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ। নিজের নেতা-কর্মীদের 'গ্রেপ্তারের' (পুলিশ বলছে 'ডেকে নেওয়া') ঘটনায় দুঃখও প্রকাশ করেন তিনি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রলীগের সাবেক নেতা আসাদুজ্জামান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অজ্ঞাতসারে প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে তাকে ২৫ জনের একটি তালিকা দিয়ে ঈদের বকশিশ চাওয়া হয়েছিল। কিন্তু তিনি তা দিতে পারেননি। আর সেই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার লোকজনের সঙ্গে 'বিরূপ আচরণ' করে থাকতে পারে।

তবে কাউন্সিলরের এ অভিযোগ অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে কখনো আসেনি। যদি কারও অভিযোগ থাকে, তা আইনগতভাবে প্রমাণ করতে হবে। আর একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্য দুঃখজনক, অনভিপ্রেত ও অপ্রত্যাশিত।দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়