শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে নিখোঁজের দুই দিনপর মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: [২] মাদারীপুর থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর বৃহস্পতিবার সকালে ইবু খান (২৪) নামে এক মোটরসাইকেল চালকের লাশ মাদারীপুরের শিবচরের সীমান্তবর্তী শরিয়তপুরের নাওডোবা এলাকার একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ইবু মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের আনোয়ার খানের ছেলে।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচখোলা গ্রামের ইবু খান ভাড়ায় মটরসাইকেল চালাতেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর মাদারীপুর মস্তফাপুর এলাকা হতে ভাড়ায় মটরসাইকেলে দুই যাত্রী নিয়ে ছিলারচর যাওয়ার উদ্দেশ্যে বের হন ইবু। পরে রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পান তার পরিবারের লোকজন।

[৪] ঘটনাটি পুলিশকে অবহিত করলে, ইবুর মোবাইল ট্রাকিং করে মাদারীপুর ছিলারচর এলাকায় তার সর্বশেষ উপস্থিতি দেখতে পান পুলিশ। এবং বুধবার নিখোঁজের পরিবার ছিলারচর এলাকায় ইবুর খোঁজ নিতে গেলে তারা জানতে পারেন হৃদয় নামে একটি ছেলে এলাকায় একটি মোটর সাইকেল নিয়ে ঘুরছেন। পরে সারাদিন খোঁজাখুজি করেও হৃদয়কে পাওয়া যায় নি। পরে হৃদয়ের পরিবারকে তার সম্পর্কে জানার জন্য শিবচর পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

[৫] এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, বুধবার সকালে শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের মোজাফফর মৃর্ধার ছেলে হৃদয় মৃর্ধা (২৫) নিখোঁজ ইবুর মোটরসাইকেল চালাতে দেখেছেন কাদিরপুর এলাকার মানুষ। ইবুর চাচা তোতা খান জানান, আমাদের ধারণা ইবুকে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে গেছে হৃদয় নামের মোটর সাইকেল যাত্রী।

[৬] মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা অভিযোগের পরই তদন্ত শুরু করি এবং বৃহস্পতিবার সকালে শরিয়তপুর নাওডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া হৃদয়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তার পরিবারের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়