শিরোনাম
◈ শিলিগুড়ি করিডর প্রসঙ্গে উসকানিমূলক মন্তব্য, ‘চিকেনস নেক’কে হাতি বানানোর ডাক সাধগুরুর ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার খবরটি ‘গুজব’: খলিলুর রহমান ◈ এনিসিপিতে যোগ দিয়েই মুখপাত্র হলেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ নির্বাচনি হলফনামায় জামায়াত আমিরের সম্পদের হিসাব প্রকাশ, ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকাসহ যা আছে ◈ নির্বাচনকেন্দ্রিক বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: আইজিপি বাহারুল আলম ◈ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করলো পশ্চিমবঙ্গ পুলিশ ◈ চলতি বছর সবচেয়ে বেশি দেশে হামলা চালিয়েছে ইসরাইল ◈ ফেব্রুয়ারির নির্বাচনের পর ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা পাক পররাষ্ট্রমন্ত্রীর ◈ ৩০ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা ◈ প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে রোহিঙ্গা শিবিরে ‘নেতৃত্ব পরিষদ’ গঠন

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন ক্লাসের জন্য ১২ বছরের শিক্ষার্থীকে রোজ চড়‌তে হয় উঁচু পাহাড়

ইয়াসিন আরাফাত:‌ [২] গোটা গ্রামে ফোনের নেটওয়ার্ক নেই। তা একমাত্র পাওয়া যায় উঁচু পাহাড়টায় উঠলে। আর তাই লকডাউনের মাঝেই অনলাইন ক্লাস করতে প্রত্যেকদিন সকাল আটটায় পাহাড়ে ওঠা এবং বেলা দু’‌টোয় নিচে নেমে আসা। এটাই ভারতের রাজস্থান প্রদেশের বারমারের পাঁচপাদরা গ্রামের বাসিন্দা ১২ বছরের হরিশের দৈনিক কাজ।ফোনে নেটওয়ার্ক পেতে উঁচু পাহাড়ে উঠেই ক্লাস করে সে। সম্প্রতি নেটদুনিয়ায় পড়াশোনার জন্য হরিশের এই অদম্য লড়াইয়ের কাহিনী ভাইরাল হয়েছে।সংবাদ প্রতিদিন

[৩] করোনার কারণে স্কুল বন্ধ। ফলে অনলাইন ক্লাসই এখন ভরসা শিক্ষার্থীদের। তবে ফোনে নেটওয়ার্ক থাকা প্রয়োজন। আর এখানেই সমস্যায় পরে হরিশ। শেষপর্যন্ত পাহাড়ে উঠে ক্লাস করার বিষয়েই মনস্থির করে ফেলে সে। কারণ তার মতে, ক্লাস করতে না পারলেই পিছিয়ে পড়বে সে। আর তাই প্রত্যেকদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে পড়ে সে। টেবিল,চেয়ার, বই,খাতা হাতে নিয়েই আট’‌টার মধ্যে পাহাড়ে ওঠে। দুপুর দু’‌টো পর্যন্ত ক্লাস করে ফের নেমে আসে। গত ৩৪ দিন ধরে এভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে আইএএস হওয়ার স্বপ্ন দেখা জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র হরিশ।

[৪] আর হরিশের এই ছবিই টুইটারে শেয়ার করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান বিরেন্দ্র শেহওয়াগ। এমনকী পাশে থাকার আশ্বাসও দেন তিনি।শেহওয়াগ লেখেন, ‘হরিশ নামে রাজস্থানের বারমারের এক ছাত্র অনলাইন ক্লাসের জন্য নেটওয়ার্ক পেতে একটি পাহাড়ে ওঠে। সকাল আটটা থেকে দুপুর দু’‌টো পর্যন্ত ক্লাস করে বাড়ি ফেরে। হরিশের এই লড়াই যথেষ্ট প্রশংসনীয়, প্রয়োজনে তাকে সাহায্য করতে চাই।’‌ এরপরই ভাইরাল হতে থাকে শেহওয়াগের এই পোস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়