শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনালদোর সঙ্গে বিপাশা বসুর চুমুর ছবি ভাইরাল

স্পোর্টস ডেস্ক : [২] বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও বলিউড অভিনেত্রী বিপাশা বসুর চুমুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

[৩] তবে এটি সম্প্রতি তোলা কোনো ছবি নয়। ২০০৭ সালে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রোনালদো ও বিপাশা। অনুষ্ঠানের পর একসঙ্গে কিছু ভালো সময় কাটান তারা। সেখানেই চুম্বনরত অবস্থায় তাদের ক্যামেরাবন্দি করা হয়। কিন্তু পুরোনো সেই ছবিটিই এখন ভাইরাল।

[৪] রোনালদোর সঙ্গে সাক্ষাতের অনুভূতি জানিয়ে সেই সময় বিপাশা বলেন, ‘তার সঙ্গে দেখা হয়ে স্বপ্ন পূরণ হয়েছে। অনুষ্ঠান শেষে আমরা ক্লাবে গিয়েছিলাম এবং অসাধারণ সময় কাটিয়েছি। তিনি অনেক কিউট। আমার কাছে অদ্ভুত লেগেছিল, কারণ তিনিও আমাকে কিউট বলেছিলেন। তিনি এখন আমার খুব ভালো বন্ধু এবং প্রতিজ্ঞা করেছে তার সব ম্যাচে আমাকে আমন্ত্রণ জানাবেন।

[৫] বিপাশা-রোনালদোর ছবিটি অনেক আলোচনায় ছিল। এমনকি তাদের দুজনের প্রেমের গুঞ্জনও চাউর হয়। সেই সময় অভিনেতা জন আব্রাহামের সঙ্গে প্রেম করতেন বিপাশা। জানা যায়, এই ঘটনায় ভীষণ চটেছিলেন এই অভিনেতা।

[৬] এদিকে নেটিজেনদের অনেকের কাছেই ঘটনাটি অজানা ছিল। একজন লিখেছেন, ‘এই ঘটনা কবে ঘটেছে?’ অপর একজন লিখেছেন, ‘এই ঘটনা এতদিন আমার জানাই ছিল না।’ আবার অনেকেই ঘটনাটি আগে থেকেই অবগত ছিলেন বলে জানিয়েছেন। - রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়