শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৩ মৃত্যু, শনাক্ত ৩১৬৩, সুস্থ ৪৯১০ (ভিডিও)

মহসীন কবির : [২] মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২৪২৪ জন। মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১০ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২৯ জন এবং বাসায় ৪ জন। ঢাকা বিভাগে ১৩ জন চট্টগ্রামের ৩ জন, সিলেটের ৫ জন, রাজশাহীর ৪ জন, রংপুরের ২ জন, খুলনার ৫ জন এবং বরিশাল বিভাগের ১ জন।

[৪] বয়স ভিত্তিক বিশ্লেষণ করে তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন।

[৫] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯ পরীক্ষাগার থেকে ১৩৯৮৮ জনের। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪৫৩ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০ জনের।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯১০ জন, মোট সুস্থ হয়েছেন ১০৩২২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ।

[৭] ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮৬১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩৮ হাজার ১৩১ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৭২ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২০ হাজার ৪৭১ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৭ হাজার ৬৬০ জন।

[৮] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়