শিরোনাম
◈ হালান্ডের রেকর্ড, বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-১ গো‌লে হারা‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ভার‌তের আদা‌নি গোষ্ঠী বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায়, আ‌লোচনা শেষ হয়‌নি ব‌লে যা‌বে না  বাংলাদেশ ◈ তিন তিনবার পিছিয়ে পড়েও ড্র ক‌রে ফির‌লো বার্সেলোনা ◈ বিশ্বমানের বন্দরের পথে চট্টগ্রাম: নতুন অবকাঠামো ও টার্মিনালসহ ক্ষমতা বাড়ছে চার গুণ ◈ যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম বিচারপতি হয়েছেন সোমা সাইদ ◈ ভারতের সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিলেন মুকেশ আম্বানি ◈ জোট রাজনীতির সমীকরণে স্থগিত ৬৩ আসন, বিএনপি’র প্রার্থী তালিকা নিয়ে কৌতূহল ◈ সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশে কড়াকড়ি: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস ◈ মেক্সিকোর প্রেসিডেন্টকে শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল ◈ যেভাবে গু লি করা হয় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৩ মৃত্যু, শনাক্ত ৩১৬৩, সুস্থ ৪৯১০ (ভিডিও)

মহসীন কবির : [২] মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২৪২৪ জন। মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১০ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২৯ জন এবং বাসায় ৪ জন। ঢাকা বিভাগে ১৩ জন চট্টগ্রামের ৩ জন, সিলেটের ৫ জন, রাজশাহীর ৪ জন, রংপুরের ২ জন, খুলনার ৫ জন এবং বরিশাল বিভাগের ১ জন।

[৪] বয়স ভিত্তিক বিশ্লেষণ করে তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন।

[৫] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯ পরীক্ষাগার থেকে ১৩৯৮৮ জনের। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪৫৩ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০ জনের।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯১০ জন, মোট সুস্থ হয়েছেন ১০৩২২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ।

[৭] ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮৬১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩৮ হাজার ১৩১ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৭২ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২০ হাজার ৪৭১ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৭ হাজার ৬৬০ জন।

[৮] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়