অনির্বাণ আরিফ: অপরাধ নারী করলে যা, পুরুষ করলেও তা কিন্তু নয়! সমাজে পুরুষ অপরাধ করলে তাকে রাজা, মহারাজা, সম্রাট, হিরো ইত্যাদি সব সাহসী উপাধি লাগিয়ে দেওয়া হয়। নারী অপরাধ করলে সে হয় পতিতা, বেশ্যা, সানি লিওন ইত্যাদি। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ সব ক্ষেত্রেই বাদশাহ হবে এবং নারী বেশ্যা হবে এটা সাধারণ কথা কারণ যেখানে আমাদের সমাজ বলে নারী ঘর থেকে বের হয়ে মহাসড়কে দাঁড়ালে তার নারীত্ব থাকে না। ধর্ম বলে নারী হলো পুরুষের অধীনে শষ্যক্ষেত্র। পুরুষ যেভাবে চাইবে নিজের ক্ষেতকে সে সেভাবেই চাষ করবে।
ডা. সাবরিনা এবং আওয়ামী লীগ নেতা সাহেদ সমান অপরাধে অপরাধী হয়েও কেউ সাহেদের ব্যক্তিগত চলাফেরা, পোশাক, যৌন আবেদন, খালি গায়ের পিকচার, সেক্স এসব নিয়ে কোনো ইন্টারেটিং দেখাচ্ছে না, কিন্তু সাবরিনার অপরাধের জন্য তার প্রতি এসব কিছুই চাপানো হচ্ছে। শরীর, সেক্স সবারই আছে। অপরাধের সাথে এসবের কোনো সম্পর্ক নেই, কিন্তু শুধু নারী হলেই এসব সম্পর্ক টেনে আনা হয়। কারণ নারী এখনো আমাদের কাছে শষ্যক্ষেত, সুস্বাদু খাবার, তেঁতুলের লালা, মাংসপিণ্ড। আমরা মানুষকে নারী এবং মানুষ হিসেবে আজও বিভক্ত করে রেখেছি। নারীকে পরিপূর্ণ মানুষ ভাবতে শিখিনি। ফেসবুক থেকে