ওয়ালি উল্লাহ সিরাজ : [২] লা ডাচা নামের এই জাহাজটি গভীর সমুদ্রে একবার সমুদ্রে করলে ৪০ দিন বিনা জালানি ছাড়া চলতে পারবে। প্রতি সপ্তাহে এই জাহাজটির জন্য ভাড়া গুনতে হবে ৬ লাখ ৬৬ হাজার ডলার। দ্যা সান
[৩] জাহাজটার দৈর্ঘ্য ২৫৩ ফিট। নির্মাণ ব্যয় ৮০ হাজার ডলার। চলতি সপ্তাহে জাহাজটি চালু করতে যাচ্ছে রুশ জাহাজ নির্মাণ কোম্পানি ডামেন ইয়াকটিং।
[৬] লেনটা নামের সংবাদপত্র জানায়, এই জাহাজটির নির্মাতা ও অংশীদার টিংঅফ ব্যাংক।
[৭] বরফ ভাঙ্গার এ জাহাজ অন্য নৌকা ও জাহাজের চলাচলকে নিরাপদ করবে।
[৪] জাহাজটি ভাড়া নিতে পারেন যে কেউ এক সপ্তাহের জন্য।
[৮] লা ডাচা যাত্রা শুরু করবে নেদারল্যান্ডের বন্দর নগরি ভিলিসিনজেন থেকে।
[৯] মি স্টার টিংঅফ জাহাজটি বছরে ২০ দিন ব্যবহার করবেন বলে জানান। সম্পাদনা : রাশিদ