শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট বিশ্লেষক হার্সাকে সাকিব, ক্যারিয়ার শেষে আমরা তিনজন আলোচনা করবো, দেশের ক্রিকেটের জন্য কী কী করলাম

স্পোর্টস ডেস্ক : [২] ব্যাটিং পারফরম্যান্স বিবেচনায় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম যেন সমান্তরালে এগোচ্ছেন। সার্বিক বিচারেও কে সবার সেরা, এ নিয়ে বাঁধতে পারে বিতর্ক। দুই সতীর্থ তামিম ও মুশফিকের সাথে এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন সাকিব।

[৩] সম্প্রতি ক্রিকবাজ এর পক্ষ থেকে ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের সাথে আলাপকালে সাকিব বলেন, ‘হ্যাঁ এটা দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা। এটা দলের জন্যও ভালো। দলের ভালো ফলাফলের জন্য এমন প্রতিযোগিতা থাকা উচিত। কেউ ১০০ করলে আপনার ইচ্ছা করবে আমি ১২০ রান করি। তিন ফরম্যাটে পরিসংখ্যানের দিক থেকেও আমরা তিনজন খুব কাছাকাছি। - ঢাকাটাইমস

[৪] বাংলাদেশের ক্রিকেটে এই তিন তারকার অবদান সম্পর্কে বলে শেষ করতে হলে হাতে রাখতে হবে প্রচুর সময়। দেশের বা দলের হয়ে কী করলেন, তা অবশ্য এখনই ভাবতে চান না সাকিব। আপাতত ২০২৩ বিশ্বকাপকেই নজর দিচ্ছেন এই অলরাউন্ডার।

[৫] সাকিব বলেন, এখন আমাদের উচিত ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবা। বাংলাদেশের ক্রিকেট এবং আমাদের (তিনজনের) জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এখন তাই খেলা নিয়েই ভাবা উচিত। কী করেছি সেটা কয়দিন পরই না হয় ভাবা যাবে।

[৬] তবে সাকিব মনে করেন, তিন ক্রিকেটার অবসর নেওয়ার পর তাদের অবদান ভালো করে বোঝা যাবে। তার ভাষ্য, আমরা তিনজন যখন একসাথে অবসর নিব সেটা হবে সেরা সময়। আমরা অনূর্ধ্ব-১৫ থেকে একসাথে খেলছি। এখনো একসাথে আছি। আশা করি আরও কিছু বছর একসাথে থাকবো। ক্যারিয়ার শেষে আমরা আলোচনা করবো দেশের ক্রিকেটের জন্য কী কী করলাম। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়