শিরোনাম
◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সৌদি আরবে মারা গেছেন ৩৭৫ বাংলাদেশি, সংক্রমণের শিকার ১১ হাজারেরও বেশি

কূটনৈতিক প্রতিবেদক : [২] এছাড়া প্রথম সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ২৬৫ ও দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে ২২০ জন বাংলাদেশি মারা গেছেন।

[৩] সৌদি আরবে করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে অন্তত ৩০ শতাংশই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

[৪] পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের তথ্য মতে এদের মধ্যে মদিনায় সবচেয়ে বেশি এবং দ্বিতীয় সর্বোচ্চ মারা গেেেছন মক্কা ও জেদ্দায়।

[৫] রাষ্ট্রদূত গোলাম মসিহ জানিয়েছেন, সৌদিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।

[৬] করোনা আক্রান্তদের মৃত্যুর হারে বাংলাদেশি এগিয়ে থাকা নিয়ে সংশয় পিছু ছাড়ছে না।

[৭] আরও অন্তত শতাধিক বাংলাদেশির অবস্থা সংকটাপন্ন।

[৮] সংকটে থাকা সৌদি আরবে প্রায় ৪ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা দিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

[৯] জেদ্দা কনস্যুলেটের আওতায় আরও প্রায় দুই হাজার অভিবাসীকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

[১০] দূতাবাস ও কনস্যুলেটের অধীনে অভিবাসীদের জন্য এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চিকিৎসা সেবায় 'প্রবাস বন্ধু' হটলাইন চালু রয়েছে।

[১১] রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশিদের চাকরি না হারানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

[১২] আমাদের মধ্যেপ্রাচ্যে বিষয়ক প্রধান সংবাদ দাতা সাঈদ আহমেদ টেলিফোনে বলেন, দেশটিতে মৃত্যু ও সংক্রমনের শিকার বাংলাদেশির প্রকৃত সংখ্যাটা ২৫০ এর বেশিই হবে।

[১৩] ছোট্ট বদ্ধ জায়গায় অনেক লোক এক সাথে থাকছেন বলেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিরা বেশি করোনার শিকার হয়েছেন বলেও যোগ করেন আহমেদ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়