শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈদেশিক বাণিজ্যে নতুন হুমকি, ৪ লাখ নাবিক ঘরে ফিরতে চায়

রাশিদ রিয়াজ : [২] কোভিডে খাদ্য, ওষুধ ও তেল সরবরাহ অব্যাহত রাখতে নাবিকদের কাজের মেয়াদ কয়েক দফা বৃদ্ধি করা হয়। ডাঙ্গায় আটকা পড়া ২ লাখ নাবিক ফের দায়িত্ব বুঝে নিতে পারছেন না। বিশ্বে ১২ লাখ নাবিক পালাক্রমে জাহাজ পরিচালনা করে। সিএনএন

[৩] ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন বলছে তাদের সঙ্গে অতিরিক্ত কাজের চুক্তি শেষ। নাবিকদের অধিকার আদায়ের ইউনিয়নগুলো তাদের পক্ষে অবস্থান নিয়েছে। জাহাজ চলাচল বন্ধ হলে বিশ্বে বাণিজ্যের গতি হ্রাস পাবে, পণ্য সরবরাহ শৃঙ্খলা ভেঙ্গে পড়বে।

[৪] আঙ্কটাডের হিসেবে ৮০ শতাংশ পণ্য পরিবহন হয় জাহাজে। কোভিডের কারণে এয়ারলাইন্সগুলো বন্ধ হওয়ায় নাবিকরা আটকা পড়েছে। বিভিন্ন বন্দর বন্ধ হয়ে পড়ায় মালামাল খালাস হয়নি। কোনো কোনো নাবিক দেড় বছরের বেশি সময় জাহাজে অবস্থান করছেন।

[৫] ফেডারেশনের সভাপতি ডেভ হেইনডেল বলছেন জাহাজগুলো ভাসমান কারাগারে পরিণত হয়েছে যেখানে নাবিকরা ক্লান্ত, মানসিকভাবে অবসাদগ্রস্ত ও নিরাপত্তার কারণে তারা জাহাজ চালাতে চাচ্ছেন না। বিভিন্ন দেশের বন্দরে তাদের গতিবিধির ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে, এমনকি তাদের চিকিৎসা দিতে অস্বীকার করছে।

[৬] বিশ্বের সবচেয়ে বড় শিপিং কনটেইনার কোম্পানি মায়েরস্ক’এর প্রধান কারিগরী কর্মকর্তা পালে লার্সন জানান তাদের ৩৫ শতাংশ অর্থাৎ ৬৬’শ নাবিক জাহাজে আটকা পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়