শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ২১ জুন, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানের কয়েকশো টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন মহিলা!

আন্তর্জাতিক ডেস্ক : [২] আইনের ফাঁক গলে এক মহিলা বিমানের টিকিট কেটে কয়েক কোটি টাকা ইনকাম করে ফেললেন। টিকিট বিক্রি করে নয়, টিকিট কিনে এই মহিলা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা আয় করে ফেলেছেন। প্রায় পাঁচ বছর ধরে তিনি এই ‘কারচুপি’ করে যাচ্ছিলেন। তবে শেষরক্ষা হয়নি, অসৎ উপায় অবলম্বন করার পরিণতি ভোগ করতে হয়েছে তাকে।

[৩] জানা গিয়েছে, চীনের নানজিংয়ের ‘লি’ নামের পঁয়তাল্লিশ বছর বয়সী ওই মহিলা, ২০১৫ থেকে ২০১৯-এর মধ্যে প্রায় ৯০০ টিকিট বুক করেন। কোনও বারেই প্রায় তার বিমানে চড়ার পরিকল্পনা ছিল না। তিনি শুধু নিজের নামেই নয় আত্মীয়, বন্ধু সহ প্রায় ২০ জনের পরিচয় ব্যবহার করে এই টিকিটগুলি কাটতেন। আসলে তিনি পরিকল্পনা করেছিলেন, এমন এমন ফ্লাইটের টিকিট কাটবেন যেগুলি দেরি বা বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল।

[৪] লি স্থানীয় আবহাওয়ার পূর্বভাস দেখে টিকিট কাটতেন। দেখতেন, ঝড়-বৃষ্টি বা কুয়াশার কারণে কোন কোন উড়ানের উপর প্রভাব পড়তে পারে। সেই মতো টিকিট কেটে তিনি বিমা করাতেন। যাতে ফ্লাইট বাতিল বা বিলম্বিত হলে বিমা কোম্পানির কাছ থেকে টাকা পান। তার এই পরিকল্পনা বেশির ভাগ ক্ষেত্রেই সফল হয়। ফলে তিনি প্রায় এই পাঁচ বছরে প্রায় সাড়ে তিন কোটি টাকা লাভ করেন বিমা কোম্পানি থেকে।

[৫] অসৎ উপায়ে টাকা উপার্জনের চেষ্টার অভিযোগে সম্প্রতি নানজিং পুলিশ গ্রেফতার করেছে লি-কে। তার পরই টনক নড়ে চীনের বেশ কয়েকটি ট্রাভেল সার্ভিস প্রোভাইডারের। পরিবর্তন করা হয় নিয়ম। ঠিক হয়, বিমার টাকা তখনই পাওয়া যাবে, যদি প্রকৃতই ফ্লাইট বাতিল হয় এবং তা কোনও প্রকৃত যাত্রী দাবি করেন।

সুত্র : আনন্দ বাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়