জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] এরমধ্যে জেলার রামগঞ্জ উপজেলায় ১৩ জন, কমলনগর উপজেলায় ৩ জন ও সদর উপজেলায় ১ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৪৬৫ জন।
১৬ জুন মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
[৩] সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ১৭ জনের করোনা পজেটিভ আসে। এনিয়ে জেলায় ৪’শ ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরে-২০৯ জন, রায়পুরে ৫৩ জন, রামগঞ্জে ৯৮ জন, রামগতি ৩২ জন ও কমলনগরে ৭৩ জন।
[৪] এদিকে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে লক্ষ্মীপুরে ৫ উপজেলা ও ৪টি পৌরসভার রেড জোন চিহিৃত এলাকায় লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। লকডাউনকৃত এলাকাসমূহ হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভার ৬/৭/১৫ ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের আংশিক এলাকা।
[৫] এছাড়া পৌর শহরে লকডাউনকৃত এলাকায় জরুরী ঔষধের দোকানও বন্ধ রয়েছে। পৌর শহরের বিভিন্ন স্থানে পুলিশ চেকপোষ্ট বসিয়ে যানবাহন চলাচলে কঠোরভাবে নিয়ন্ত্রন করা হচ্ছে। পাশাপাশি সকল দোকানপাট বন্ধ রাখার জন্য মাইকিং করা হচ্ছে।
[৬] অপরদিকে রামগতি পৌরসভা ও দুইটি ইউনিয়ন,কমলনগর উপজেলা, রায়পুর ও রামগঞ্জ পৌরসভার পুরো এলাকা কঠোরভাবে পালন করা হচ্ছে লকডাউন। এসব এলাকায় ঔষধ ব্যতীত সকল দোকান-পাট,শপিংমহল, ছোট যানচলাচল ও বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলা,ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে চলাচল করতে পারবেনা এবং সম্পন্নভাবে লকডাউন থাকবে। ঘর থেকে বের হতে পারবেনা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ