শিরোনাম
◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাবলিগ জামাতের আড়াই হাজার বিদেশি কর্মী ১০ বছর ভারতে ঢুকতে পারবেন না

রাশিদ রিয়াজ : [২] এরা সংখ্যায় মোট ২ হাজার ৫৫০ জন। এরা এখন কালো তালিকায়। ভারতে কোভিড ছড়িয়ে পড়ার মধ্যে গত ১৩ই মার্চ দিল্লির নিজামুদ্দিন এলাকায় বয়ানের আয়োজন করে তাবলিগ জামাত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রালয় বলছে জামাতের বেশিরভাগ বিদেশি সদস্যই ট্যুরিস্ট ভিসায় ঢুকেছিলেন। টাইমস অব ইন্ডিয়া

[৩] গত ২৮ মে জামাতের ৫৪১ জন বিদেশি সদস্যের বিরুদ্ধে ১২ পাতার চার্জশিট দেয় দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। তারপরই কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার।

[৪] দিল্লিতে ওই মারকাজের ধর্মীয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন জামাত প্রধান মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি। অনুষ্ঠানে কমপক্ষে ৯ হাজার তাবলিগ সদস্য অংশ নেন। তারপর তারা ছড়িয়ে পড়ে সারা ভারতে। প্রথম দফার লকডাউনে নিজামুদ্দিন ও আশেপাশের এলাকায় প্রায় ২ হাজার ৩০০ জামাত সদস্য ছিলেন। তাদের সরিয়ে এলাকা খালি করতে, আসরে নামতে হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপেদেষ্টা অজিত দোভালকে।

[৫] বলা হচ্ছে ট্যুরিস্ট ভিসায় ঢুকে তারা ভ্রমণ না করে ধর্মপ্রচার করেছেন। যা ভারতের ভিসা আইনের বিরুদ্ধ। এছাড়া দিল্লি চার্জশিটে রয়েছেন মার্কাজ নিজামুদ্দিন ও সন্দেহভাজন মাওলানা সাদও। মাওলানার আত্মীয় ফয়সাল ফারুকও রয়েছেন।

[৬] দিল্লিতে সংঘর্ষের মাসখানেক আগে ফয়সাল যমুনা বিহার ও সংলগ্ন এলাকায় কোটি টাকার ওপর সম্পত্তি কিনেছিলেন। সংঘর্ষে উস্কানি দিতে সেই টাকা ব্যবহার করা হয়েছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়