রাশিদ রিয়াজ : [২] ছুরিকাহতদের মধ্যে স্কুলটির কর্মচারি ও শিক্ষার্থীরাও আছে। এদের মধ্যে স্কুলটির প্রিন্সিপ্যাল ও একজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর। চীনের দক্ষিণাঞ্চল গুয়াংঝি প্রদেশের উঝো শহরে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। আরটি
[৩] ছুরিকাঘাতে অন্তত ৪০ জনকে হাসপাতালে নেয়া হয়। স্কুলটি স্থানীয় থানা থেকে ১’শ মিটার দূরে অবস্থিত। ফলে ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ সেখানে পৌঁছে যায়।
[৪] হামলকারীর বয়স ৫০ বছর এবং তাকে আটক করেছে পুলিশ। তবে কেনো সে এধরনের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।
https://twitter.com/i/status/1268389028551774213