শিমুল মাহমুদ: [২] কোভিড-১৯ আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ভালো আছেন। শ্বাসকষ্ট নেই, আজ অক্সিজেন প্রয়োজন হয়নি। সোমবার দুপুরে তিনি জানান, তার স্ত্রী শিরিন হকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সকাল থেকে জ্বর উঠা-নামা করছে। বাসায় তিনি চিকিৎসা নিচ্ছেন।
[৩] ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ তৃতীয় দিনের মতো গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে আছি। গতকালের চেয়ে আজকে ভালো । শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে।
[৪] গণ্যস্বাস্থ্য কেন্দ্রের গণসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আরও বলেন, করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহর ছেলে ও তার স্ত্রী বাসায় আছেন। গণস্বাস্থ্যের চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে তারা চিকিৎসা নিচ্ছেন। তারাও মোটামুটি ভালো আছেন।
[৫] এর আগে গতকাল রোববার ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন, তার স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। এ দিন তিনি আরও জানান, তার শ্বাসকষ্ট হচ্ছে। তিনি অক্সিজেন নিচ্ছেন।
[৬] গত ২৫ মে জানান যায়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।