ডেস্ক রিপোর্ট : [২] ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় যুবক সরোজ কুমার প্রধানকে নরবলি দিয়ে পূজা দিল মন্দিরের পুরোহিত। মন্দিরেই ওই যুবককে বলি দেয়া হয়। তারপর মুণ্ডুটি রেখে পূজা করা হয়। পুরোহিতের বক্তব্য, স্বপ্নে সে দেখেছে বলি দিলেই ভগবান তুষ্ট হবে। করোনা মহামারিও থেমে যাবে।
[৩] বুধবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে ওড়িশার কটকের নরসিংহপুর থানা এলাকায়। অভিযুক্ত পুরোহিতের নাম সনসারি ওঝা। বয়স ৭২। নরবলি দিয়ে পূজা শেষ করেই নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
[৪] অভিযুক্ত পুরোহিত পুলিশকে জানিয়েছে, নরবলির আগে তার সঙ্গে বছর সরোজের সঙ্গে বচসা হয়। এরপরই একটি কুড়াল দিয়ে যুবকের মাথা আলাদা করে দিয়েছিল ওই পুরোহিত। কুড়ালটিও উদ্ধার করেছে পুলিশ। সরোজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
[৫] স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে দীর্ঘ দিন ধরেই বচসা ছিল পুরোহিতের। এই প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা জানান, ওই পুরোহিত বলি দেয়ার সময় মদ্যপ অবস্থায় ছিল। সকালে জ্ঞান ফেরার পরই আত্মসমর্পণ করে। কালেরকণ্ঠ