মৌরী সিদ্দিকা : [২] করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেতা কিরণ কুমার। এক সাক্ষাতকারে এমন তথ্য নিজ থেকেই জানান এই অভিনেতা।
[৩] কিছু দিন আগে রেগুলার চেক আপে করোনা টেস্ট করলে কোভিড-১৯ পজেটিভ আসে তার।
[৪] কোভিড ১৯ পজেটিভ আসায় ১৪ মে থেকে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। কিরণ কুমারের সঙ্গে তার পরিবারও কোয়ারেন্টিনে রয়েছেন বলে অভিনেতা জানিয়েছেন। তবে কোভিডের রেজাল্ট পজেটিভ আসার পরও জ্বর বা গলা ব্যাথা কোনো উপসর্গই নেই।
[৫] করোনা পজিটিভ হওয়ার পর ১০ দিন পার করলেও করোনার কোনো উপসর্গ তার শরীরে নেই বলে জানান কিরণ কুমার। সূত্র : জি২৪ঘণ্টা, সংবাদ প্রতিদিন