শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের মধ্যেই ভারতে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার ঘোষণা

ডেস্ক রিপোর্ট : [২] এসএসসি ও এইচএসসির পরীক্ষায় লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে পরীক্ষার্থী ও অন্যদের বেশ কিছু শর্ত মানতে হবে বলেও তিনি জানিয়েছেন।

[৩] বুধবার অমিত শাহ এক টুইট বার্তায় এ কথা জানান। এ সময় নিজের টুইটারে একটি চিঠিও সংযুক্ত করেন।

[৪] তিনি বলেন, বড় একটি সংখ্যার শিক্ষার্থীদের পড়াশোনার পরিস্থিতির দিকে তাকিয়ে এসএসসি ও এইচএসসি বোর্ড পরীক্ষাকে লকডাউনের নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কনটেনমেন্ট জোনে কোনো পরীক্ষাকেন্দ্রের অনুমতি দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।

[৫] ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার সময় কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে। পরীক্ষা কেন্দ্রে সবার স্ক্রিনিং বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো ও ফেরার বাসের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে।পরীক্ষার ফলাফল ঘোষিত হবে আগস্ট মাসে।

[৬] এর আগে এসএসসি ছয়টি ও এইচএসসির ১২টি পরীক্ষা দেশব্যাপী লকডাউনের ফলে স্থগিত হয়েছিল। পাশাপাশি ফেব্রুয়ারিতে দিল্লির কিছু অংশে সংঘর্ষের কারণেও বেশ কিছু এলাকায় এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

[৭] তবে পরীক্ষার কথা বলা হলেও এখনই সাধারণ ক্লাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হয়নি।যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়