শিরোনাম
◈ বাংলাদেশ নারী দলের ক্যাম্পে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী  ◈ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের মধ্যেই ভারতে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার ঘোষণা

ডেস্ক রিপোর্ট : [২] এসএসসি ও এইচএসসির পরীক্ষায় লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে পরীক্ষার্থী ও অন্যদের বেশ কিছু শর্ত মানতে হবে বলেও তিনি জানিয়েছেন।

[৩] বুধবার অমিত শাহ এক টুইট বার্তায় এ কথা জানান। এ সময় নিজের টুইটারে একটি চিঠিও সংযুক্ত করেন।

[৪] তিনি বলেন, বড় একটি সংখ্যার শিক্ষার্থীদের পড়াশোনার পরিস্থিতির দিকে তাকিয়ে এসএসসি ও এইচএসসি বোর্ড পরীক্ষাকে লকডাউনের নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কনটেনমেন্ট জোনে কোনো পরীক্ষাকেন্দ্রের অনুমতি দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।

[৫] ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার সময় কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে। পরীক্ষা কেন্দ্রে সবার স্ক্রিনিং বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো ও ফেরার বাসের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে।পরীক্ষার ফলাফল ঘোষিত হবে আগস্ট মাসে।

[৬] এর আগে এসএসসি ছয়টি ও এইচএসসির ১২টি পরীক্ষা দেশব্যাপী লকডাউনের ফলে স্থগিত হয়েছিল। পাশাপাশি ফেব্রুয়ারিতে দিল্লির কিছু অংশে সংঘর্ষের কারণেও বেশ কিছু এলাকায় এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

[৭] তবে পরীক্ষার কথা বলা হলেও এখনই সাধারণ ক্লাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হয়নি।যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়