এস এম নূর মোহাম্মদ : [২] সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন ইমেইলে এ নোটিশ পাঠান। স্থানীয় সরকার, স্বরাষ্ট্র ও ত্রাণ সচিবকে ৫ দিনের সময় দিয়ে এ নোটিশ পাঠানো হয়।
[৩] নোটিশে বলা হয়, করোনায় সরকারি সহায়তার অংশ হিসাবে অসহায় ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা করে নগদ অর্থ কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলার পথ দেখাচ্ছিলো।
কিন্তু একটি মহৎ উদ্যোগ শুরুতেই হোঁচট খেলো।
[৪] নোটিশে আরও বলা হয়, জাতির এ চরম সংকটময় মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণমুখী উদ্যোগে এক শ্রেণির অসাধু গোষ্ঠীর দুর্নীতিপ্রবণ মানসিকতা ও কর্মকাণ্ডে আমরা হতাশ ও উদ্বিগ্ন। তাই এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে।