শিরোনাম
◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল ◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪২ লক্ষ টাকা দিয়ে ব্রেসলেট কিনে মাশরাফিকেই উপহার দিলো বিএলএফসিএ (ভিডিও)

আক্তারুজ্জামান : [২]৫ লাখ টাকা ভিত্তিমূল্যে শুরু হওয়া ব্রেসলেটটি বিশাল এই টাকায় কিনেছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন- বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) ।  রাত ১২টা ৫০ মিনিটে নিলাম অনুষ্ঠান শেষ করা  হয়। অনলাইন প্লাটফর্ম ‘অকশান ফর অ্যাকশন’ ফেসবুক পেজে নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম অনুষ্ঠানে সরাসরি যুক্ত ছিলেন মাশরাফি বিন মর্তুজা।

[৩] ব্রেসলেটটি আবারও মাশরাফির হাতে তুলে দেয়ার জন্যেই এতো টাকা দিয়ে জিনিসটা কিনেছে বিএলএফসিএ। তবে মাশরাফি নিজে সেটা খুলে রেখেছেন বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে। এখন পরবর্তীতে একটা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে হাত বদল হবে ব্রেসলেটটি। ব্রেসলেটের ৪০ লাখ টাকার সঙ্গে নিলাম কার্যে ব্যয় হওয়ায় আরাে দুই লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। নিলামে অংশ নিয়েছিলেন অ্যাসোসিয়েশনের পক্ষে চেয়ারম্যান মোমিনুল ইসলাম।

[৩] বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খুব প্রিয় এক সঙ্গী তার হাতের ব্র্যাসলেট। সিলভারের এই ব্র্যাসলেটটি তিনি ১৮ বছর ধরে হাতে দিয়ে আছেন। ক্রিকেটাঙ্গনে চলার পথের শুরু থেকেই ওটা তার ডান হাতে পরা আছে। ক্রিকেট ভক্ত কিংবা মাশরাফি ভক্ত কারোরই সেটা দৃষ্টি এড়ায়নি। এতোদিনের এই স্মৃতি করোনা সেবায় দিয়ে দিচ্ছেন ম্যাশ। এটা বিক্রির পুরো অর্থ যাবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায়।

[৪] ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে কখনোই মাশরাফিকে ব্র্যাসলেট ছাড়া কেউ খেলতে দেখেনি। তাই তো তিনি বলেছেন, এটা শুধু একটা ব্র্যাসলেট নয়, আমার জীবনের অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়