শাহীন খন্দকার : [২] এর মধ্যে রংপুর জেলায় ২৮, কুড়িগ্রাম জেলায় ২ এবং লালমনিরহাট জেলায় ১ জনসহ মোট ৩১ জন করোনা শনাক্ত হয়েছে। রংপুর জেলার ২৮ জনের মধ্যে মেট্টোপলিটন পুলিশ সদস্য ৪, পুলিশ লাইন্সের ১, রমেকের আনসার সদস্য ১০, কামারপাড়া ১, বাহারকাছনা ১, নিউ জুম্মাপাড়া ৬, সাতগড়া ১, ধাপ লালকুঠি ১, মেডিকেল পশ্চিমগেট (ফার্মাসিস্ট) ১, পীরগঞ্জ উপজেলায় ১ ও পীরগাছা উপজেলায় ১ জন রয়েছেন।
[৩] এছাড়াও কুড়িগ্রাম জেলায় ২ জন রয়েছেন ,তারা হলেন নাগেশ্বরী উপজেলার ১ ও ভূরুঙ্গামারী উপজেলার ১ এবং লালমনিরহাট জেলার ১ জন। রমেক অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু এসব তথ্য নিশ্চিত করেছেন। তথ্য ফেইসবুক পেইজ।