শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে ২৫ জনের করোনা ভাইরাস শনাক্ত

রাঙামাটি প্রতিনিধি [২] ১৫ মে শুক্রবার পর্যন্ত রাঙামাটিতে, ১০জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

[৩] আক্রান্ত দের মধ্যে জেলা সদরের ২ জন স্টাফ নার্স, জুড়াছড়ি উপজেলায় ৬ জন এবং লংগদু উপজেলায় ২জন (স্বামী—স্ত্রী)বলে নিশ্চিত করেছেন রাঙামাটি করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল। আক্রান্তদের মধ্যে ২৬ বছর থেকে ৭৮ বছরের বৃদ্ধাও রয়েছেন।

[৪] এনিয়ে রাঙামাটিতে এখন পর্যন্ত সর্বমোট ২৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পেয়েছে স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

[৫] এর আগে বুধবার ১৩ই মে রাতে ৯ জন, গত ১২ই মে একজন এবং ৬ই মে ৪জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মাঝে এখন পর্যন্ত রাঙামাটি শহরের ২ চিকিৎসক ও ৬নার্স,১আয়া, ৫সাধারণব্যাক্তি সহ মোট ১৪জন, রাজস্থলীতে—১, জুড়াছড়িতে—৬, লংগদুতে—২, বিলাইছড়িতে—২জন সহ সর্বমোট ২৫জনের শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পেয়েছে স্বাস্থ্য বিভাগ।

[৬] ডাঃ মোস্তফা কামাল জানিয়েছেন, এখন পর্যন্ত রাঙামাটি থেকে সর্বমোট ৫১১টি সেম্পল তারা পাঠিয়েছেন চট্টগ্রামে। তার মধ্যে ৪০১টি রিপোর্ট তারা হাতে পেয়েছেন এবং ১১০টি রিপোর্ট এখনো পর্যন্ত অপেক্ষমান তালিকায় রয়েছে। প্রাপ্ত রিপোর্টগুলোর মধ্যে ২৪টি ছাড়া বাকিগুলোর সবগুলোই নেগেটিভ।

[৭] এদিকে জানাগেছে, জুড়াছড়ি উপজেলায় সনাক্ত হওয়া ৬জনের মধ্যে একজন নারায়ণগঞ্জ থেকে আর দুইজন চট্টগ্রামের ফ্রিপোর্ট এলাকা থেকে উপজেলায় এসেছে। অপরদিকে লংগদু উপজেলায় সনাক্ত হওয়া দুইজন নিজেরা স্বামী—স্ত্রী,তারাও নারায়নগঞ্জ থেকে এসেছে এবং সেখানে তারা ইটভাটা শ্রমিকের কাজ করতো। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়