শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে ২৫ জনের করোনা ভাইরাস শনাক্ত

রাঙামাটি প্রতিনিধি [২] ১৫ মে শুক্রবার পর্যন্ত রাঙামাটিতে, ১০জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

[৩] আক্রান্ত দের মধ্যে জেলা সদরের ২ জন স্টাফ নার্স, জুড়াছড়ি উপজেলায় ৬ জন এবং লংগদু উপজেলায় ২জন (স্বামী—স্ত্রী)বলে নিশ্চিত করেছেন রাঙামাটি করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল। আক্রান্তদের মধ্যে ২৬ বছর থেকে ৭৮ বছরের বৃদ্ধাও রয়েছেন।

[৪] এনিয়ে রাঙামাটিতে এখন পর্যন্ত সর্বমোট ২৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পেয়েছে স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

[৫] এর আগে বুধবার ১৩ই মে রাতে ৯ জন, গত ১২ই মে একজন এবং ৬ই মে ৪জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মাঝে এখন পর্যন্ত রাঙামাটি শহরের ২ চিকিৎসক ও ৬নার্স,১আয়া, ৫সাধারণব্যাক্তি সহ মোট ১৪জন, রাজস্থলীতে—১, জুড়াছড়িতে—৬, লংগদুতে—২, বিলাইছড়িতে—২জন সহ সর্বমোট ২৫জনের শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পেয়েছে স্বাস্থ্য বিভাগ।

[৬] ডাঃ মোস্তফা কামাল জানিয়েছেন, এখন পর্যন্ত রাঙামাটি থেকে সর্বমোট ৫১১টি সেম্পল তারা পাঠিয়েছেন চট্টগ্রামে। তার মধ্যে ৪০১টি রিপোর্ট তারা হাতে পেয়েছেন এবং ১১০টি রিপোর্ট এখনো পর্যন্ত অপেক্ষমান তালিকায় রয়েছে। প্রাপ্ত রিপোর্টগুলোর মধ্যে ২৪টি ছাড়া বাকিগুলোর সবগুলোই নেগেটিভ।

[৭] এদিকে জানাগেছে, জুড়াছড়ি উপজেলায় সনাক্ত হওয়া ৬জনের মধ্যে একজন নারায়ণগঞ্জ থেকে আর দুইজন চট্টগ্রামের ফ্রিপোর্ট এলাকা থেকে উপজেলায় এসেছে। অপরদিকে লংগদু উপজেলায় সনাক্ত হওয়া দুইজন নিজেরা স্বামী—স্ত্রী,তারাও নারায়নগঞ্জ থেকে এসেছে এবং সেখানে তারা ইটভাটা শ্রমিকের কাজ করতো। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়