শিরোনাম
◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পোল্ট্রি ব্যবসায়ীদের ১ কোটি টাকার অনুদান

মো. আখতারুজ্জামান : [২] প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ অনুদান দিয়েছে পোল্ট্রি শিল্প ব্যবসায়ীদের সংগঠন কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল।

[৩] রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংগঠনের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন বিপিআইসিসির সদস্য এহতেশাম বি. শাহজাহান। বিপিআইসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামরির প্রভাবে জনজীবন ও ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে মানুষ। সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে দরিদ্র মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে। কিন্তু সরকারের একার পক্ষে এত বড় সংকট মোকাবিলা করা বেশ কঠিন। তাই নিজ নিজ সক্ষমতা অনুযায়ী সকলের উচিত সরকারকে সহায়তা করা।

[৫] সে দায়িত্ববোধ থেকেই প্রধানমন্ত্রীর করোনা তহবিলে পোল্ট্রি শিল্প সংশ্লিষ্ট ছয়টি অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এক কোটি টাকার চেক হস্তান্তর করেছে।

[৬] আরও বলা হয়, করোনা পরিস্থিতিতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার সত্ত্বে ও পোল্ট্রি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ৬০ লাখ মানুষ চেয়েছে জাতির এ সংকটকালে সরকারের সহযোগী হতে। আজকের এ ক্ষুদ্র সহায়তা তারই প্রতীকীস্বরূপ। আগামীতে পোল্ট্রি শিল্প সরকারের পাশে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়