শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধা ছুটি, আধা খোলা : কিন্তু জীবনটা আপনার

মনজুরুল আহসান বুলবুল : সাধারণ ছুটি নিয়ে সবশেষ রাজকীয় আদেশের কপিটি সামনে। সাহসী কেউ এই আদেশের কোনোটার সাথে কোনোটা মেলে না তা’ বিশ্লেষণ করতে পারেন। আমলাতন্ত্রের ভাষাটি হচ্ছে এমন, যাতে সহজে কেউ বুঝতে না পারে। এবারের আদেশও তাই। এক অংশ পড়লে মনে হয় খুবই কড়াকড়ি, আরেক অংশ পড়লে মনে হবে খুবই ঢিলেঢালা। আমাদের অনেক টকশো উপস্থাপকের মতো। বাড়ির ভাষা + অঞ্চলের ভাষা+ প্রমিত ভাষা + দাদাদের ভাষা মিলিয়ে ‘খচ্চর’ জাতীয় ভাষায় তাদের উপস্থাপনা গিলছি আমরা।
যাক, এই রাজ আদেশ নিয়ে চুপ থাকি । বলি আমাদের কথা। রমনা এখন করোনা লক ডাউনে। রমনা পার্কে আমাদের একটি দল আছে ‘কিছুক্ষণ’। নিত্য ভোরে হাঁটা, ব্যায়াম, আড্ডা ছাড়াও এই দলের নিয়মিত কাজ। কারণে অকারণে ‘প্রাতঃ ভোজন’। হঠাৎ খাবার ইচ্ছে হলো, সবাই মিলে একজনকে ‘ধরা হলো’ আজ আপনার জন্মদিন, খাওয়ান। হয়তো তার বাবা-মা ও এই জন্মদিনের কথা জানে না। এ রকম প্রাতঃ ভোজে রেস্তরায় গিয়ে স্বাধীন অর্ডার চলতে থাকে । বিল দেনেওয়ালা তো আছেনই। তো এরকম অবারিত খাওয়া দেখে আমাদের দলের সভাপতি রাহাত খান প্রায়ই বলেন : যার যা খুশি খান, তবে মনে রাখবেন বিলটা আমার, পেটটা আপনার। বিল দিতে হবে না বলে যা খুশি তাই খেয়ে পেটের বারোটা বাজাবেন না ।
বললাম এই কারণে যে, রাজকীয় ভাষ্যের ঘোষণা অনুযায়ী কি খুললো, কতোটা স্বাস্থ্যবিধি মানলো তা’ বুঝি না। তবে যে যেখানেই যান খেয়াল রাখবেন। কারণ জীবনটা আপনার। করোনাভাইরাস নাকি খুব বনেদী। তাকে আমন্ত্রণ না জানালে নাকি সে কারো বাড়িতে আসে না। আধা ছুটি আধা খোলার এই খেলায় মাঠে নেমে করোনা কেয়ামতকে আপনার পরিবার, স্বজন, সহকর্মীদের জন্য ডেকে আনবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার। কোনো বড় দুর্যোগ আমাদের দুর্বল স্বাস্থ্য ব্যবস্থাপনা সামলাতে পারবে না নিশ্চিত বুঝি। লেখক : সিনিয়র সাংবাদিক। ভয়েস বাংলা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়