শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিহাতীতে মেয়াদোত্তীর্ণ ফল ধ্বংস, ১৩ ব্যবসায়ীকে জরিমানা

অলক কুমার দাস, টাঙ্গাইল : [২] টাঙ্গাইলে কালিহাতী উপজেলার এলেঙ্গায় ফলের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ফল ধ্বংস করেছে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানি। এসময় অবৈধভাবে মেয়াদোত্তীর্ণ ফল বিক্রি করে ভোক্তা অধিকার বিধি লঙ্ঘন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ ফল ব্যবসায়ীকে তিন লাখ ৭০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।

[৩] মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এই অভিযান পরিচালিত হয়।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত।

[৫]  র‌্যাব জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালিহাতী উপজেলার এলেঙ্গায় ফলের পাইকারী দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ফল বিক্রি করা হচ্ছে। সেই মোতাবেক আমরা সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মেয়াদোত্তীর্ণ ফল ধ্বংস করে ফেলি। এসময় ১৩ জন্য ব্যবসায়ীকে তিন লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় অভিযুক্ত আবু বকর সিদ্দিক, সুদেপ্ত পাল, শ্রী গনেশ, মোঃ জহিরুল হক, শহীদ, মোঃ আন্তাজ আলী, মোঃ রাসেল, হৃদয়, মোঃ শেখ ফরিদ, রাজিব দাস,  শরিফ মন্ডল, মোঃ শফিকুল ইসলাম,  ভুবন সাহা, হাজী নাজিম উদ্দিনকে নগদ এ জরিমানা করা হয়।

[৭] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান। সম্পাদনা: ইস্রাফিল হাওলদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়