আরিফ হোসেন: [২] করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারি থেকে যুদ্ধ করছে চিকিৎসকেরা। তবে সরকারি চিকিৎসকদের একটা অংশ পাচ্ছে না বেতন ভাতা। বেতন বকেয়া রয়েছে, এমন ৬শ সরকারি চিকিৎসকের তালিকা রয়েছে। তালিকায় দেখা যায় গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া ৩৯তম বিসিএসের চিকিৎসকদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি। নিউজ ২৪
[৩] সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন হয় ‘আইবিএস নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। চিকিৎসকেরা বলেছেন, বেতন বিল জমা দিতে গেলে ঐ সফটওয়্যারে অপর্যাপ্ত বরাদ্দ লেখা আসছে।
[৪] স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের থেকে জানা গেছে দ্রতই সমাধান হবে বকেয়া বেতন। তবে কবে নাগাদ সমাধান হবে তা বলতে পারেনি।
[৫] বেতনের মতো ন্যায্য পাওনা নিশ্চিত করতে কতৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছে চিকিৎসকরা।