টাঙ্গাইল প্রতিনিধি : [২] মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে আক্রান্তের বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।
[৩] মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকতা মোহাম্মদ রোকনুজ্জামান জানান, আক্রান্ত ওই ব্যক্তি গত ১০ এপ্রিল (শুক্রবার) ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে রোববার (১৯ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সকালে ঢাকার আইইডিসিআর থেকে জানানো হয় ওই ব্যক্তি করোনা ভাইরাস পজিটিভ। পরে ওই বাড়িসহ ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
[৪] তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকার এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিরতে চাকরি করেন। এর আগে উপজেলার নন্দপাড়া গ্রামে যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার সঙ্গেই তিনি একত্রে কাজ করতেন। তবে তারা আলাদা থাকতেন। এ নিয়ে নাগরপুর উপজেলায় মোট চারজন আক্রান্ত হলেন।
[৫] সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান জানান, জেলায় মোট ১২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর মধ্যে ভূঞাপুর উপজেলায় পাঁচ জন, নাগরপুর উপজেলায় চার জন এবং ঘাটাইল, মির্জাপুর ও মধুপুর উপজেলায় একজন করে। সম্পাদনা: জেরিন আহমেদ