আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি : [২] জেলার শহরতলীর শাজাহানপুর এলাকায় নভেল করোনার উপসর্গ নিয়ে মোহাম্মাাদ আলী প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
[৩] শনিবার রাত ১০টার দিকে বেতগাড়ী এলাকায় নিজ দোকানে তিনি মারা যান। মোহাম্মাদ আলী উপজেলার বেতগাড়ী মধ্যপাড়ার মৃত কাজেম উদ্দিন প্রামানিকের পুত্র।
[৪] শাহজানপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, মোহাম্মাদ আলী দীর্ঘদিন যাবত স্বাসকষ্ট রোগে ভুগছিলেন। নিজ বাড়ি ছেড়ে বেতগাড়ী ষ্ট্যান্ড এলাকায় নিজের একটি স্টলে তিনি থাকতেন। শনিবার রাতে সেখানেই তিনি মারা যান। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে
[৫] মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে আশপাশের দশটি স্টল লকডাউন করা হয়েছে। নমুনা পরিক্ষার পর পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ