শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনীতি বাঁচাতে লকডাউন আংশিক শিথিল করলো স্পেন

মাজহারুল ইসলাম : [২] গতকাল থেকে দেশটির নির্মাণ ও উৎপাদনসহ বেশ কিছু খাতের কর্মীদের কাজে ফেরার অনুমতি দেয়া হয়েছে। তবে তাদের অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। সকালের দিকে যখন মানুষ কর্মস্থলে যাচ্ছিল, তখন দেশটির প্রধান প্রধান সড়কগুলোতে মাস্ক বিতরণ করা হয়। বিবিসি

[৩] লকডাউন পরিস্থিতির দ্বিতীয় মাস শুরু হওয়ায় সেখানে কিছু বিধি-নিষেধ শিথিল করা হয়। এ অবস্থায় মাদ্রিদ অঞ্চলের ৩ লাখের মতো মানুষ কাজে ফিরেছেন। লকডাউন শুরুর পর গতকালই তারা প্রথম কাজে ফিরলেন বলে মাদ্রিদের আঞ্চলিক সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন। ওই মুখপাত্র বলেন, অবকাঠামো ও ম্যানুফ্যাকচারিং শিল্পের মতো যেসব খাতের কর্মীরা বাড়ি থেকে কাজ করতে পারেন না, কেবল তাদেরকেই কাজে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে দোকানপাট, বার ও রেস্তোরাঁসহ জরুরি নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সিএনএন

[৪] গত শনিবার স্পেনের প্রধানমন্ত্রীর নির্দেশাবলী বলা হয়, কাজে ফিরে আসা সংস্থাগুলিকে অবশ্যই প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করতে হবে। প্রতিটি কর্মীকে পরস্পর থেকে নিদিৃষ্ট দূরত্বে অবস্থান করার জায়গা নিশ্চিত করতে হবে। রয়টার্স

[৫] এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্র্যান্ডে-মার্লাস্কা স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইল্লার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এখনও লকডাউনে রয়েছে। আমরা কোনও নিষেধাজ্ঞা শিথিল করিনি। করোনাভাইরাসে মৃত্যুহার কমায় আশার সঞ্চার হয়েছে। রয়টার্স

[৬] স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে ১৭ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়