শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শর্তসাপেক্ষে ব্যাংকগুলো এক শাখা সপ্তাহে তিন দিন বন্ধ রাখতে পারবে

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে সাধারণ মানুষের কথা ভেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা পর্যায়ে কিছু অফিস খোলা রাখার বিশেষ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। শুরু থেকে সেই আলোকে কাজ করে যাচ্ছে ব্যাংকগুলো।

[৩] দিন যত যাচ্ছে ব্যাংকারদের মাঝে করোনা আক্রান্ত হওয়ার ভয় ততো বাড়ছে। যদিও ব্যাংককারা শুরু থেকেই সময় কমিয়ে আনার পাশাপাশি ব্যাংক বন্ধ করার দাবি জানিয়ে আসেছে। কেন্দ্রীয় ব্যাংক তাদের দাবির প্রেক্ষিতে সময় কমনিয়ে এনেছে। মাঝে ব্যাংকিং সময় বাড়ালেও তা আবার কমিয়ে আনা হয়েছে।

[৪] ইতিমধ্যে ইসলামী ব্যাংক রাজধানীর শাখাগুলোকে রোস্টার পদ্ধতি চালু করেছে। তাদের নতুন এ পদ্ধতি অনুযাই একটি শাখা সপ্তাহে ২ দিন খোলা থাকবে। প্রথম দুই দিন যে শাখা খোলা থাকবে পরের দুই দিন পাশের অন্য একটি শাখা খোলা থাকবে। এতে করে দেখা যাবে যে কোনো কোন শাখা বৃহস্পতিবার ও রোববার খোলা থাকবে। ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

[৫] কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, করোনাভাইরাসের শুরুর দিকে ব্যাংকগুলোকে তাদের শাখা পরিচালনার জন্য যে সার্কুলার দেয়া হয়েছিলো তাতে কয়েকটা শর্ত ছিলো। এর মধ্যে একটি হচ্ছে যেসব ব্যাংকের অনলাইস সুবিধা রয়েছে তারা চাইলে তাদের শাখাগুলো সপ্তাহে ২ দিন খোলা রাখতে পারবে। সেক্ষেত্রে যে শাখা প্রথম দুই দিন খোলা থাকবে তার পরের দুই দিন পাশের শাখা খোলা রাখতে হবে।

[৬] তবে বাংলাদেশ ব্যাংকের ২৪ মার্চের সার্কুলারে দেখা যায়, শুধু নগদ জমা ও উত্তোলনের জন্য অনলাইন সুবিধা থাকা ব্যাংকগুলো গ্রাহকদের লেনদেনের সার্বিক সুবিধা নিশ্চিত করে শাখাগুলোর মধ্যে দূরত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয়সংখ্যক শাখা খোলা রাখা যাবে। অনলাইন সুবিধা ছাড়া ব্যাংকের শাখাগুলো শুধু নগদ জমা ও উত্তোলনের জন্য খোলা রাখা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়