শাহনাজ বেগম [২] রোববার ভারতের স্থানীয় সময় রাত ৯ টায় বাড়ির অত্যাবশকীয় আলো নিভিয়ে বাড়ির বারান্দা, ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি জ্বালালেন লকডাউনে ঘরবন্দি জনগণ। ওই দিন সকালেই প্রধানমন্ত্রী মোদীর বিশেষ ঘোষনায়, দুর্ঘটনা এড়াতে স্যানিটাইজার ব্যবহার না করে আলো জ¦ালানোর আগে ভাল করে সাবান দিয়ে হাত ধোয়ার আহ্বান জানান। এনডিটিভি, রয়টার্স
[৩] মোমবাতি জ্বালিয়ে বাজি ফাটিয়ে, হর্ন বা ঘন্টা বাজানোর পাশাপাশি চিৎকার করতে দেখা যায় সাধারণ মানুষকে।
[৪] টুইটারে নিজেদের বাড়িতে মোমবাতি ও প্রদীপ জ্বালানোর ছবি পোস্ট করেন ভারতের প্রেসিডেন্ট রাজনাথ কোভিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিজেপি সভাপতি জেপি নাড্ডাসহ আরো অনেকেই।
[৫] ওই দিন দেশের বিভিন্ন জায়গায় ঠেলা গাড়িতে মোমবাতি বিক্রির হিড়িক পড়ে। মুম্বাই ও নয়াদিল্লির মতো বড় বড় শহরের হাউজিং অ্যাসোসিয়েশনের বাসিন্দারা ব্যালকনিতে দাঁড়িয়ে গেয়েছিলেন দেশাত্মবোধক গান ।
[৬] পিস এন্ড কনফ্লিক্ট রিসার্সের অধ্যাপক অ্যাশোসওয়াই এক টুইটে লেখেন, একমাত্র মস্তিষ্ক শূন্য দেশই মহামারী চলাকালীন সময়ে লাইট এবং আতশবাজি ফুটিয়ে উদযাপন করতে পারে, যেখানে কয়েক লাখ লোক বেকার এবং ক্ষুধার্ত।