ইমরুল শাহেদ : [২] করোনাভাইরাসের কারণে আপাতত সিনেমা হলগুলো ২ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর কারণ ৩ এপ্রিল ছিল চলচ্চিত্র দিবস। যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং দিবসটি পালন করা হয় তাহলে প্রদর্শকরা যাতে ভূমিকা পালন করতে পারেন। কিন্তু পরিস্থিতিগত কারণে সরকার ছুটি ঘোষণা করে ৪ এপ্রিল পর্যন্ত। বর্তমানে যেভাবে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মোতাবেক সামাজিক দূরত্ব রক্ষা করে তাতে সিনেমা হল খুলে কি হবে এবং সেটা দায়িত্বহীনতাও হবে।
[৩] চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেছেন, ‘সিনেমা হলগুলো সরকারের পদক্ষেপকে অনুসরণ করেই খোলা হবে।’ তবে গত দুই তিন সপ্তাহ আগে যেসব ছবি মুক্তির অপেক্ষায় ছিল সেগুলো বাতিল হয়ে গেছে। ঈদের এখনও বাকি আছে দেড় মাস। ইতোমধ্যে বেশ কিছু ছবি মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। ঈদের ছবির জন্য আগে থেকেই বলা হয়েছিল নবাব এলএলবি : ব্যাক ফর জাস্টিস, মিশন এক্সট্রিম, বিদ্রোহী এবং মন দেব মন নেব মুক্তি পাবে। কিন্তু পরিস্থিতিগত কারণে নবাব এলএলবি ছবির শুটিং শুরু হতে পারেনি। এখন বলা হচ্ছে এই ছবিটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়া হবে। পরিস্থিতি যদি রমজান মাসের মধ্যে স্বাভাবিক হয়ে আসে তাহলে ঈদুল ফিতরে বেশ কয়েকটি ছবি প্রস্তুত হয়ে আছে।
[৪] শুধু ঢাকা নয়। হলিউড-বলিউডের অবস্থাও একই। যুক্তরাষ্ট্রের অবস্থা নাজুক হয়ে ওঠার কারণে হলিউ্েডর অনেক উল্লেখযোগ্য ছবি মুক্তি পিছিয়ে দিয়েছে। এরমধ্যে রয়েছে জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’, ‘মুলান’, ‘ব্লাক উইডো’, ‘অ্যা কোয়েট প্লেস টু’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’, ‘স্পাইরাল’ এবং ‘দ্য ওম্যান ই দ্য উইনডো’। ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা গ্যাল গ্যাদত সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছে। তিনি লেখেন, ‘চলতি অন্ধকারাচ্ছন্ন ও ভীতিকর সময় কেটে ভালো সময় আসুক। এখন সিনেমা মুক্তি নয়, একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায় আছি। যেখানে আমরা সিনেমার শক্তি আবারও ভাগ করে নিতে পারবো। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ডব্লিউডব্লিউ৮৪ সিনেমাটি চলতি বছরের ১৪ আগস্ট মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। আমি আশা করি আপনারা নিরাপদে আছেন। আপনাদের সকলের জন্য আমার ভালোবাসা রইল।’ সম্পাদনা: রাশিদ