স্পোর্টস ডেস্ক : [২] ইতিমধ্যেই করোনা ভাইরাসকে মহামারী হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। অলিম্পিকসহ সকল প্রকার খেলাধুলা স্থগিত। এরই মাঝে এবার করোনা নিয়ে প্রেরণা যোগানো গান গাইলেন ক্যারাবিয়ান তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। ডেইলি স্পোর্টস
[৩] উই আর নট গিভিং আপ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন দুইবারের বিশ্বকাপ জয়ী উইন্ডিজ অলরাউন্ডার। নিজের অফিশিয়াল ইন্সটাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন গানটির ভিডিও। গানটির প্রথম দুই লাইনে তিনি গেয়েছেন, ইটস আ ব্যাড সিচুয়েশন, ইটস আ স্যাড সিচুয়েশন। এরপর তিনি সারাবিশ্বে করোনার ভয়াবহতার ছবি তুলে ধরেছেন তার গানে। ইউটিউব
[৪] গানে গানে তিনি আক্রান্ত দেশসমূহের জন্য করেছেন প্রার্থনা। করোনা ভাইরাস যে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বুঝে না, তা মনে করিয়ে দিয়ে সবাইকে সর্তক থাকার আহবান জানিয়েছেন এই ক্রিকেটার। গানের শেষ অংশে ব্রাভো জোর গলায় বলেছেন, হারবে করোনা।
[৫] এর আগেও বেশ কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন ক্যারিবিয়ান এই আমুদে ক্রিকেটার। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় তার গাওয়া ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিলো।