শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোম কোয়ারেন্টিনে এমপি মাদানী

যুগান্তর : [২] করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

[৩] হোম কোয়ারেন্টিনে থাকা ত্রিশাল আসনের এমপি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানী এ সব কথা বলে ত্রিশালবাসীকে সচেতন করেছেন।

[৪] এমপি মাদানী বলেন, করোনাভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে এখনও তেমন কিছু হয়নি। তবে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে সবাইকে।

তিনি বলেন, বিদেশ থেকে যারা দেশে এসেছেন তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে (আপনার বাসায় থাকবেন) এই রোগের উপসর্গ দেখা দিলে সরকারের হটলাইনে যোগাযোগ করবেন।

[৫] এমপি মাদানী মোবাইল ফোনে বলেন, উপজেলা প্রশাসনকে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছি।

[৬] এ ছাড়া তিনি ত্রিশাল থানা পুলিশ কর্মকর্তাদের করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।

এমপি মাদানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সব নেতাকর্মীকে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও মাইকিং করার নির্দেশনা দিয়েছেন।

[৭] মাদানী এমপি বলেন, উমরা পালন শেষে সৌদি আরব থেকে ৮ মার্চ দেশে ফিরে ত্রিশালে নিজ বাসভবনে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছি। কিন্তু ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপজেলা প্রশাসনের অনুরোধে একটি অনুষ্ঠানে উপস্থিত হই। অনুষ্ঠান শেষে আবার হোম কোয়ারেন্টিনে অবস্থান করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এমপি উপজেলা প্রশাসনের অনুরোধে ১৭ মার্চ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কিন্তু আমাদের হোম কোয়ারেন্টিনের সরকারি নির্দেশনা আমাদের কাছে না আসায় এমপিকে অবগত করতে পারিনি। শারীরিকভাবে এমপি সুস্থ আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়