আসিফ কাজল: [২] রাজধানীসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন এমন আবহাওয়া অব্যাহত থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
[৩] শনিবার দেশেরই দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হওয়ার হয়েছে। আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও বঙ্গোপোসাগরে অবস্থান করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
[৪] আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
[৫] এদিকে, দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।