শিরোনাম

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১)ঝিনাইদহ কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা। আটক- ১

ফিরোজ আহম্মে,কালীগঞ্জে প্রতিনিধিঃ (২) এক কিশোরীকে (১৪) শ্লীলতাহানির চেষ্টা করেছে চার বখাটে। এ ঘটনায় শনিবার দুপুরে থানাতে মামলা দায়েরের পর পুলিশ সুজন ওরফে সুমন খন্দকার নামে এক যুবককে আটক করেছে।
(৩)কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, বাড়ী থেকে বের হয়ে শুক্রবার সন্ধ্যায় আগে আড়পাড়া নদীপাড়ে ঘুরছিল ওই কিশোরী। এ সময় কিছু বখাটে ছেলে এসে কিশোরীর সাথে জোরপূর্বক কথা বলার চেষ্টা করে। একপর্ষায়ে বখাটেরা কিশোরীকে টানা-হেচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় মেয়েটি নদীতে নেমে পার হয়ে অপরপ্রান্তে গিয়ে নিজেকে রক্ষা করে। এরপর সে বাড়িতে এসে পরিবারের নিকট ঘটনাটি খুলে বলে। ঘটনার পরদিন ভিকটিমের মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সুমন খন্দকার, জাদু হোসেন, ইয়াসিন আরাফাত ও নাজমুল হোসেন নামে ৫ জনকে আসামী করা হয়েছে।
থানা পুলিশ জানায়, মামলার এক নম্বর আসামিকে আটক করা হয়েছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়