সামিউল শাওন: [২] শনিবার রাজস্থানের যোধপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৩ জন। নিহতদের মধ্যে ৬ জন নারী, ৪ জন পুরুষ ও ১ জন শিশু। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। ইন্ডিয়া টুডে
[৩] প্রতিবেদনে বলা হয়, যোধপুরের শেরগড় এলাকার বালোত্রা-ফালোদি মেগা হাইওয়েতে একটি ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। বিয়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে রাজস্থানের মন্দিরে যাচ্ছিলেন ওই নবদম্পতি।
[৪] হাইওয়ের ওপর আচমকাই উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবদম্পতিসহ ১১ জনের। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহত তিনজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে যোধপুরের স্থানীয় হাসপাতালে।
[৫] পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন এক নবদম্পতি। গত ২৭ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল তাদের। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।