শিরোনাম
◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একটি সংগঠনের পোস্টার নিয়ে চলছে সমালোচনা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:[২] চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেজাউল করিমের সমর্থনে রঙিন পোস্টার ছেপে প্রচারণা লক্ষ্য করা গেছে ‘স্বাধীনতা নারী শক্তি—চট্টগ্রাম ১১’ নামে একটি সংগঠন।

[৩] নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৯ মার্চের আগে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ নেই। এ কারণে পোস্টারটি ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বৃহস্পতিবার নগরীর দেওয়ানহাট, টাইগারপাস মোড়, লালখান বাজার, বাদুরতলা, আসকারদীঘির পাড়সহ বিভিন্ন এলাকায় ‘স্বাধীনতা নারী শক্তি’ নামে ওই সংগঠনের পক্ষ থেকে লাগানো একটি রঙিন পোস্টার দেখা যায়।

[৪] এর নিচে সংগঠনের নাম লেখা আছে ‘স্বাধীনতা নারী শক্তি চট্টগ্রাম ১১। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের প্রচারণা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘পোস্টারটি অবশ্যই নির্বাচনী আচরণবিধির সাথে সাংঘর্ষিক।

[৫] ৯ মার্চের আগে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কারও প্রচার প্রচারণা করার সুযোগ নেই তাকে ফাঁসাতে কেউ এই ষড়যন্ত্র করছে বলেও এ সময় উল্লেখ করেন ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ড থেকে চসিক নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী বিবি মরিয়ম।

[৬] তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই পোস্টার লাগিয়েছে। আমার মনোনয়ন নিয়েও একটা ষড়যন্ত্র হয়েছে। এখন আমি স্বতন্ত্র নির্বাচন করছি তাই একই লোকগুলো এই ষড়যন্ত্র করতে পারে। 'স্বাধীনতা নারী শক্তি'র সভাপতি বিবি মরিয়ম এবার চসিক নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়