শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একটি সংগঠনের পোস্টার নিয়ে চলছে সমালোচনা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:[২] চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেজাউল করিমের সমর্থনে রঙিন পোস্টার ছেপে প্রচারণা লক্ষ্য করা গেছে ‘স্বাধীনতা নারী শক্তি—চট্টগ্রাম ১১’ নামে একটি সংগঠন।

[৩] নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৯ মার্চের আগে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ নেই। এ কারণে পোস্টারটি ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বৃহস্পতিবার নগরীর দেওয়ানহাট, টাইগারপাস মোড়, লালখান বাজার, বাদুরতলা, আসকারদীঘির পাড়সহ বিভিন্ন এলাকায় ‘স্বাধীনতা নারী শক্তি’ নামে ওই সংগঠনের পক্ষ থেকে লাগানো একটি রঙিন পোস্টার দেখা যায়।

[৪] এর নিচে সংগঠনের নাম লেখা আছে ‘স্বাধীনতা নারী শক্তি চট্টগ্রাম ১১। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের প্রচারণা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘পোস্টারটি অবশ্যই নির্বাচনী আচরণবিধির সাথে সাংঘর্ষিক।

[৫] ৯ মার্চের আগে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কারও প্রচার প্রচারণা করার সুযোগ নেই তাকে ফাঁসাতে কেউ এই ষড়যন্ত্র করছে বলেও এ সময় উল্লেখ করেন ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ড থেকে চসিক নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী বিবি মরিয়ম।

[৬] তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই পোস্টার লাগিয়েছে। আমার মনোনয়ন নিয়েও একটা ষড়যন্ত্র হয়েছে। এখন আমি স্বতন্ত্র নির্বাচন করছি তাই একই লোকগুলো এই ষড়যন্ত্র করতে পারে। 'স্বাধীনতা নারী শক্তি'র সভাপতি বিবি মরিয়ম এবার চসিক নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়