শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস নিয়ে চিন্তিত ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনও

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বব্যাপী মানুষের নতুন চিন্তা হয়ে দাঁড়িয়েছে নভেল করোনাভাইরাস। যার প্রভাবে আতঙ্কিত বৈশ্বিক ক্রীড়াঙ্গনও। বিশ্বব্যাপী বিভিন্ন ইভেন্টের টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। এ সপ্তাহে সিরি আ এর শীর্ষ দুই দল জুভেন্টাস ও ইন্টার মিলানের লড়াই করার কথা, সেখানে রোনালদো-লুকাকুদের বেঞ্চে বসিয়ে দিয়েছে করোনাভাইরাস-শঙ্কা। কিছু ম্যাচ আয়োজিত হচ্ছে দর্শকবিহীন স্টেডিয়ামে। ব্যাপারটি নজর এড়ায়নি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।

[৩] শুধু ফুটবলই নয়, অন্যান্য খেলাও স্থগিত হচ্ছে সমানে। শোনা যাচ্ছে, করোনাভাইরাসের প্রকোপ কমাতে আগামী জুলাইতে টোকিও অলিম্পিকও স্থগিত হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, বিশ্বব্যাপী বিভিন্ন লিগ বন্ধ হয়ে যেতে পারে এই মৌসুমের জন্য। গোটা ব্যাপারটাই উদ্বেগজনক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাই চিন্তিত ফুটবলের ভবিষ্যৎ নিয়ে।

[৪] বেলফাস্টে ফিফার এক সভায় ইনফান্তিনো বলেছেন, ‘যেকোনো ফুটবল ম্যাচের তুলনায় মানুষের স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই আমরা পুরো ব্যাপারটা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি। আশা করছি করোনাভাইরাস আর ছড়াবে না। মহামারি এই রোগ কমে যাক এটাই প্রত্যাশা। কিন্তু এই মুহূর্তে এর বিস্তার বেড়েই চলেছে। এখন হয়তো আমরা দর্শক শূন্য মাঠে ম্যাচ আয়োজন করছি। কিন্তু এই ব্যবস্থায় কত দিন ম্যাচ আয়োজন করা সম্ভব, সে প্রশ্নটা থেকেই যায়।’

[৫] ইউরোপজুড়ে চলতে থাকা লিগ মৌসুম কি আসলেই বন্ধ হয়ে যাবে? প্রীতি ম্যাচগুলো কি আয়োজন করা হবে না? ফিফা সভাপতি এ প্রসঙ্গে নির্দিষ্ট করে কিছু বলেননি, এখনই আমরা কোনো কিছু বাতিল করছি না। আশা করি সেই সিদ্ধান্ত নিতে হবে না আমাদের। তারপরেও বলব, পরিস্থিতি সুবিধার নয়। খবর : প্রথম আলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়