রাশিদ রিয়াজ : বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মার্কিন সিনেট এক দ্বিপক্ষীয় ব্যবস্থা অনুমোদন করে। এরপর সিনেটর মাইক লি, টিম কেইন, সুসান কলিন্স সাংবাদিকদের জানান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রেসিডেন্ট ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। মিলিটারি টাইমস
ডেমোক্রেটদের সঙ্গে ৮ জন রিপাবলিকান সিনেটর এ প্রস্তাবটি ৫৫-৪৫ ভোটে পাশ করেন।
সিনেটর টিম কেইন বলেন, এ প্রস্তাব অনুমোদন দেয়ার বিষয়টি ট্রাম্প বা প্রেসিডেন্সি নিয়ে নয় বরং তা হচ্ছে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগে কংগ্রেসের শক্তির এক গুরুত্বপূর্ণ বিবেচনা।
কেইন আরো বলেন, ট্রাম্প ও অন্যান্য মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে যে কোনো আক্রমণ থেকে রক্ষার মত দক্ষতা দেখাতে হবে। যুদ্ধ থামিয়ে দেয়ার মত নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে হবে। তবে আক্রমণ বা যুদ্ধ শুরু করার আগে কংগ্রেসে তা নিয়ে বিতর্ক ও ভোটের মাধ্যমে বিষয়টির অনুমোদন নিতে হবে।