শিরোনাম
◈ কুমিল্লায় মাজারে হামলা ও অগ্নিসংযোগ, অজ্ঞাতনামা ২২০০ জনকে আসামি করে মামলা ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন?

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট বেলা থেকেই সমালোচনা নিতে অব্যস্ত খালেদ মাহমুদ সুজন

নিজস্ব প্রতিবেদক : দুই দশকেরও অধিক সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এই সাবেক টাইগার অধিনায়ক বর্তমানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালকসহ বিভিন্ন সময়ে ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করে আসছেন। তাকে নিয়ে সমালোচনার পাল্লাটাও ভারী।

তাকে নিয়ে যে সমালোচনা সাধারণ মানুষ নেতিবাচক সমালোচনা করেন এটা সুজনের অজানা নয়। সাবেক এই অলরাউন্ডার মানুষের সেসব কথাকে বড় করে দেখেন না। কিন্তু তার কাজকর্ম বা কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হলে ঠিকই কষ্ট পান।

ক্রিকেট থেকে দূরে থাকতে না পারা এই মানুষটিকে অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয় উদযাপনের দিনেও এই নেতিবাচক কথা বলতে হলো, ‘আমি ছোটবেলা থেকেই স্পোর্টসম্যান। ক্রিকেট ছাড়া আমার একটা দিনও চলে না। আমি সমালোচনা নিতে পারি। মানুষ গালি দেয়, আবার তালি দেয়- এটাই স্বাভাবিক। কিন্তু কিছু সময় যে ভুল

ব্যাখ্যা দেয়া হয় তখন খারাপ লাগে। ঠিক আছে, সাধারণ মানুষ তো আর সবসময় দেখে না আমি কী করি না কী!’
যারা তার কাজকে কাছে থেকে মূল্যায়ন করে তাকে অনুপ্রেরণা দেয় তাদের কাছে সুজন কৃতজ্ঞ, ‘যারা দেখে তারা তো আমাকে সম্মান দেয়, ভালোবাসে, ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। এটাই আমার কাছে অনেক কিছু।’

বাংলাদেশ দলের জয়ের পরে সুজনের কান্না ধরা পড়েছিলো ক্যামেরায়। তবে এটাই প্রথম নয় বলে জানিয়েছেন তিনি। সুজন বলেন, ‘বাংলাদেশের প্রতি জয়েই কাঁদি আমি, এটা হয়তো বাইরে থেকে দেখা গেছে। মুলতানে হেরেও কেঁদেছিলাম। বাংলাদেশের কোনো জয়, আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ এটা তো আমাদের সহজে আসে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়