শাহীন খন্দকার: জাতীয় পার্টিও চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও জাপা চেয়ারম্যান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় করেন।
এসময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান কৃতজ্ঞচিত্তে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কথা স্মরণ করেন।
হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন ফিলিস্তিন রাষ্ট্র এবং সেদেশের মানুষের প্রতি পল্লীবন্ধুর অকৃত্রিম ভালোবাসা আমরা আজীবন স্মরণ করবো।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ফিলিস্তিনিদের ন্যায্য দাবির বিষয়ে জাতীয় পার্টির সমর্থন পূর্নব্যাক্ত করেন। তিনি বলেন হৃদ্যতাপূর্ণ পরিবেশে পারস্পরিক আলোচনা অতন্ত্য ফলপ্রসূ হয়েছে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ উপস্থিত ছিলেন। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী