শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের তারিখ পরিবর্তন ও ছুটি থাকায় অনেকেই ঢাকার বাইরে চলে গেছেন, পরিবহন সমস্যার কারণেও ভোটার উপস্থিতি কম ছিল বললেন, আমির হোসেন আমু

সমীরণ রায় : শনিবার ভোট গ্রহণ শেষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আরও বলেন, ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। সিটি নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় ঢাকাবাসীকে ধন্যবাদ।

তিনি বলেন, ভোটারা কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের মাধ্যমে বিএনপির সব ধরনের অপ্রচার ও শঙ্কার জবাব দিয়েছেন। ইভিএমের মাধ্যমেও ভোট দেয়া যায় সেটা প্রমাণ করেছেন।

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম অভিযোগ করেছে সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। অভিযোগ আসুক, পরে দেখা যাবে।
বিএনপির নানা অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। সব নির্বাচন নিয়েই বিএনপি এ রকম অভিযোগ করে। কেন্দ্রে তাদের এজেন্ট ছিল এবং তাদের পক্ষে ভোটও পড়েছে। তবে বিএনপি বলেছিল তারা নাকি ভোট রক্ষা করবে। কিন্তু তাদেরকে তেমনভাবে দেখা যায়নি। পরাজয় নিশ্চিত জেনে তারা আত্মগোপন করেছিলো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়