শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁসির আগের দিন নিজের নাবালকত্ব প্রমানে আবারো সুপ্রিম কোর্টে নির্ভয়া ধর্ষক পবন

সাইফুর রহমান : শুক্রবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পবন রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আবারো আবেদন করেছে। তার দাবি, ২০১২ সালে ওই অপরাধের সময় সে নাবালক ছিল। শীর্ষ আদালত গত দু'সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার তার আবেদন খারিজ করেছে। গত সপ্তাহে তার আইনজীবি এই রায়ের পুনর্বিবেচনার দাবি পেশ করলে সুপ্রিম কোর্ট জানায়, বয়স সংক্রান্ত এমন দাবি বার বার করা যায় না। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

ফাঁসি কার্যকরের নির্ধারিত তারিখ পিছিয়ে দেয়ার জন্য দণ্ডপ্রাপ্ত ৪জনই একাধিক আবেদন জমা দিয়েছে। শনিবার ভোর ৬টায় ফাঁসি হওয়ার কথা রয়েছে তাদের। এই লক্ষে বৃহস্পতিবারই তাদের দিল্লির তিহার জেলে স্থানান্তর করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টে কিউরিটিভ পিটিশন দাখিল করা ছাড়াও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা ও নিম্ন আদালতে আবেদন করে ফাঁসি ঠেকানোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা।

এদিকে নির্ভয়ার বাবা-মা দাবি জানিয়েছেন, আইনের ফাঁক গলে কোনওভাবেই যেনো দণ্ড কার্যকরের নির্ধারিত দিন পেছানো না হয়, সেবিষয়ে রাষ্ট্রপক্ষ যেনো সচেতন থাকে। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে ধর্ষণের শিকার হন নির্ভয়া। এঘটনায় যুক্ত ৬জন ধর্ষণের পাশাপাশি তাকে লোহার রড দিয়ে অমানুষিক অত্যাচারের পর বাস থেকে ছুঁড়ে ফেলে দেয়। ২৯ ডিসেম্বর তার মৃত্যু হলে তীব্র প্রতিবাদ শুরু হয় ভারতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়