শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁসির আগের দিন নিজের নাবালকত্ব প্রমানে আবারো সুপ্রিম কোর্টে নির্ভয়া ধর্ষক পবন

সাইফুর রহমান : শুক্রবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পবন রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আবারো আবেদন করেছে। তার দাবি, ২০১২ সালে ওই অপরাধের সময় সে নাবালক ছিল। শীর্ষ আদালত গত দু'সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার তার আবেদন খারিজ করেছে। গত সপ্তাহে তার আইনজীবি এই রায়ের পুনর্বিবেচনার দাবি পেশ করলে সুপ্রিম কোর্ট জানায়, বয়স সংক্রান্ত এমন দাবি বার বার করা যায় না। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

ফাঁসি কার্যকরের নির্ধারিত তারিখ পিছিয়ে দেয়ার জন্য দণ্ডপ্রাপ্ত ৪জনই একাধিক আবেদন জমা দিয়েছে। শনিবার ভোর ৬টায় ফাঁসি হওয়ার কথা রয়েছে তাদের। এই লক্ষে বৃহস্পতিবারই তাদের দিল্লির তিহার জেলে স্থানান্তর করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টে কিউরিটিভ পিটিশন দাখিল করা ছাড়াও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা ও নিম্ন আদালতে আবেদন করে ফাঁসি ঠেকানোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা।

এদিকে নির্ভয়ার বাবা-মা দাবি জানিয়েছেন, আইনের ফাঁক গলে কোনওভাবেই যেনো দণ্ড কার্যকরের নির্ধারিত দিন পেছানো না হয়, সেবিষয়ে রাষ্ট্রপক্ষ যেনো সচেতন থাকে। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে ধর্ষণের শিকার হন নির্ভয়া। এঘটনায় যুক্ত ৬জন ধর্ষণের পাশাপাশি তাকে লোহার রড দিয়ে অমানুষিক অত্যাচারের পর বাস থেকে ছুঁড়ে ফেলে দেয়। ২৯ ডিসেম্বর তার মৃত্যু হলে তীব্র প্রতিবাদ শুরু হয় ভারতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়