শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁসির আগের দিন নিজের নাবালকত্ব প্রমানে আবারো সুপ্রিম কোর্টে নির্ভয়া ধর্ষক পবন

সাইফুর রহমান : শুক্রবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পবন রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আবারো আবেদন করেছে। তার দাবি, ২০১২ সালে ওই অপরাধের সময় সে নাবালক ছিল। শীর্ষ আদালত গত দু'সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার তার আবেদন খারিজ করেছে। গত সপ্তাহে তার আইনজীবি এই রায়ের পুনর্বিবেচনার দাবি পেশ করলে সুপ্রিম কোর্ট জানায়, বয়স সংক্রান্ত এমন দাবি বার বার করা যায় না। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

ফাঁসি কার্যকরের নির্ধারিত তারিখ পিছিয়ে দেয়ার জন্য দণ্ডপ্রাপ্ত ৪জনই একাধিক আবেদন জমা দিয়েছে। শনিবার ভোর ৬টায় ফাঁসি হওয়ার কথা রয়েছে তাদের। এই লক্ষে বৃহস্পতিবারই তাদের দিল্লির তিহার জেলে স্থানান্তর করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টে কিউরিটিভ পিটিশন দাখিল করা ছাড়াও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা ও নিম্ন আদালতে আবেদন করে ফাঁসি ঠেকানোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা।

এদিকে নির্ভয়ার বাবা-মা দাবি জানিয়েছেন, আইনের ফাঁক গলে কোনওভাবেই যেনো দণ্ড কার্যকরের নির্ধারিত দিন পেছানো না হয়, সেবিষয়ে রাষ্ট্রপক্ষ যেনো সচেতন থাকে। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে ধর্ষণের শিকার হন নির্ভয়া। এঘটনায় যুক্ত ৬জন ধর্ষণের পাশাপাশি তাকে লোহার রড দিয়ে অমানুষিক অত্যাচারের পর বাস থেকে ছুঁড়ে ফেলে দেয়। ২৯ ডিসেম্বর তার মৃত্যু হলে তীব্র প্রতিবাদ শুরু হয় ভারতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়