মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে ২য় ধাপে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার সিংপাড়া কাশেম চেয়ারম্যান বাড়িতে রোটারী ক্লাব অব ধানমন্ডি ঢাকা ও সিংপাড়া চক্ষু কল্যান সমিতির উদ্যোগে এ সেবা প্রদান করা হয়। গত ১৮ জানুয়ারী এ দুটি সংগঠনের উদ্যোগে সিংপাড়া বেলতলী জি.জে উচ্চ বিদ্যালয়ে দুই হাজার রোগীর মাঝে বিনামূলে ঔষধ চশমাসহ চিকিৎসা সেবা প্রদান এবং দুইশত জন রোগীকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন ও লেন্স সংযোজন করা হয়। গতকাল বৃহস্পতিবার চোখ অপারেশনকৃত রোগীদের বিনামূলে চেকআপসহ নতুন রোগীদের চোখের চিকিৎসা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম চেয়াম্যান, মোঃ আবুল হোসেন সিকদার,মোঃ নুরুজ্জামান সিকদার, মোঃ ফজলুল হক জুয়েল, রোটারিয়ান মোঃ মোজাম্মেল হক জিল্লু, মোঃ মিজানুর রহমান, মোঃ আজিজুল হক দুলাল, মোঃ মামুন খান, আলী আফজাল প্রমুখ।