শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর হাতের রান্না খেয়ে আবেগাপ্লুত সাকিব-শিশির

শিউলী আক্তার: দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল শনিবার সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলেন সাকিব আল হাসান ও তার পরিবার। সেখানে সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরকে আতিথেয়তায় মুগ্ধ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও নিজ হাতে রান্না করে পাঠিয়ে দেন শিশিরের জন্য। সে অনুভূতি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সাকিব ও তার স্ত্রী শিশির।

শিশির লিখেন, ‘যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্তসূচী থেকে সময় বের করে আমার জন্য রান্না করেন তখন এর চেয়ে আর বেশি ধন্য হওয়া সম্ভব নয়। গতকাল দুপুরে তার বাসায় গেলে তিনি আমায় জিজ্ঞেস করেন, আমার প্রিয় খাবার কি কি? আর তিনি বলেছেন তিনি নিজ হাতে সব রান্না করে আমার জন্য পাঠিয়ে দিবেন। আসলে তখন নিজের আর কোনো ইচ্ছা পূরণের বাকি থাকে না। আমি যেনো এখন চাঁদের উপর ভাসছি। আমার জীবনের সেরা লাঞ্চ ছিলো এটি। উনার এতো যত্ন আর ভালোবাসা পূর্ণ আতিথেয়তার জন্য আমি উনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না।’

ফেসবুকে সাকিব লেখেন, ‘এ পৃথিবীতে আমি সবচেয়ে ভাগ্যবান মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে আমি ভাষাহীন, তার হাতের সুস্বাদু খাবার খেলাম, যা তিনি সকালে নিজ হাতে রান্না করে আমার স্ত্রীর জন্য বাসায় পাঠিয়েছেন। গতকাল তার বাসায় যাওয়ার পর সে (শিশির) নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলো। ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। এই স্মৃতি আমার হৃদয়ে সারা জীবন অমলিন থাকবে। আমরা সত্যিই আশীর্বাদপুষ্ট!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়