শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ৮ম ক্রিকেটার হিসেবে ৪ দশকেই খেলেছে শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯৯ সালে অভিষেক হয়েছিলো পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের। পাকিস্তান দলের বর্তমান কোচ ও প্রধান নির্বাচক ৪৫ বছর বয়সী মিসবাহর অভিষেক ২০০১ সালে। মিসবাহ পাকিস্তানের কোচ হলেও এখনো খেলে বেড়াচ্ছেন শোয়েব। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন তিনি। এটি তার নতুন বছরের প্রথম ম্যাচ ছিলো। পাকিস্তানের এই অলরাউন্ডার নতুন দশক মিলে মোট চার দশকে ক্রিকেট খেলেছেন।

এ নিয়ে শোয়েব বলেন, ‘দেখুন, পৃথিবীতে এমন কেউ নেই যে বলতে পারে সে সবকিছু শিখে ফেলেছে। শেখার কিন্তু কোনো শেষ নেই। খারাপ সময় যায়, ভালো সময় যায়, ওই শেখার প্রক্রিয়া কিন্তু কোথাও যায় না। আমরা খুব দ্রুতই যে কারও পেছনে পড়ি। একদিনেই আমরা ফলাফল চাই। এভাবে তো হয় না। কাউকে যদি সুযোগ দেয়া হয়, তাহলে কিছুটা অপেক্ষা করা উচিত। আমাদের মসলা দরকার। কিন্তু দেশের জন্য কিছুটা অপেক্ষা করতে হয়।’

শোয়েব মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে চারটি দশকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। চারটি ভিন্ন দশক জুড়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কাজটা বেশ কঠিন। আধুনিক ক্রিকেটে শোয়েব ছাড়া আর যে দুজন কাজটা করেছেন তারা দুজনই উপমহাদেশের-শচীন টেন্ডুলকার ও সনাথ জয়াসুরিয়া। তাদের আগে এ কাজ করতে পেরেছেন উইলফ্রেড রোডস, ব্রায়ান ক্লোজ, ফ্র্যাঙ্ক উলি, জ্যাক হবস ও জর্জ গান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়