শিরোনাম
◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ৮ম ক্রিকেটার হিসেবে ৪ দশকেই খেলেছে শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯৯ সালে অভিষেক হয়েছিলো পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের। পাকিস্তান দলের বর্তমান কোচ ও প্রধান নির্বাচক ৪৫ বছর বয়সী মিসবাহর অভিষেক ২০০১ সালে। মিসবাহ পাকিস্তানের কোচ হলেও এখনো খেলে বেড়াচ্ছেন শোয়েব। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন তিনি। এটি তার নতুন বছরের প্রথম ম্যাচ ছিলো। পাকিস্তানের এই অলরাউন্ডার নতুন দশক মিলে মোট চার দশকে ক্রিকেট খেলেছেন।

এ নিয়ে শোয়েব বলেন, ‘দেখুন, পৃথিবীতে এমন কেউ নেই যে বলতে পারে সে সবকিছু শিখে ফেলেছে। শেখার কিন্তু কোনো শেষ নেই। খারাপ সময় যায়, ভালো সময় যায়, ওই শেখার প্রক্রিয়া কিন্তু কোথাও যায় না। আমরা খুব দ্রুতই যে কারও পেছনে পড়ি। একদিনেই আমরা ফলাফল চাই। এভাবে তো হয় না। কাউকে যদি সুযোগ দেয়া হয়, তাহলে কিছুটা অপেক্ষা করা উচিত। আমাদের মসলা দরকার। কিন্তু দেশের জন্য কিছুটা অপেক্ষা করতে হয়।’

শোয়েব মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে চারটি দশকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। চারটি ভিন্ন দশক জুড়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কাজটা বেশ কঠিন। আধুনিক ক্রিকেটে শোয়েব ছাড়া আর যে দুজন কাজটা করেছেন তারা দুজনই উপমহাদেশের-শচীন টেন্ডুলকার ও সনাথ জয়াসুরিয়া। তাদের আগে এ কাজ করতে পেরেছেন উইলফ্রেড রোডস, ব্রায়ান ক্লোজ, ফ্র্যাঙ্ক উলি, জ্যাক হবস ও জর্জ গান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়