শিউলী আক্তার : পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে স্বল্প রানের পুঁজিও নিয়ে স্বাগতিকদের বিরুদ্ধে লড়াই করেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ১৪২ রান নিয়ে শেষ ওভার পর্যন্ত ম্যাচটি নিয়েছে বাংলাদেশ। এতে প্রশংসা করেছেন পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা।
তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশের প্রশংসা করতেই হয়। ছোট একটি টার্গেটকে তারা শেষ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। তাদের বোলারদের কৃতিত্ব দিতে হয় তবে আমাকে অবাক করেছে তাদের দলে একজন বাঁহাতি স্পিনারও ছিলো না। সবমিলিয়ে বাবর আজমের জন্য এই জয় খুব গুরুত্বপূর্ণ ছিলো। হারিস রউফও দারুণ খেলেছে, এহসান আলীও। জয় তো জয়ই হয়।’
টাইগারদের সফর নিয়ে এবার কম জল ঘোলা হয়নি। নিরাপত্তার কারণে পেণ্ডুলামের মতো ঝুলে ছিলো এই সফর। অবশেষে পাকিস্তান সফরে গেলো টাইগাররা। সেই সাথে লাহোরে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে হোটেল এবং মাঠ পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে বাংলাদেশ। সফলভাবে প্রথম টি-টোয়েন্টি আয়োজনের পর বিশ্বকে সঠিক বার্তা পৌঁছাতে পেরেছে বলে মনে করছেন রমিজ।
তিনি বলেন, ‘তবে এই ম্যাচের মধ্যে দিয়ে বিশ্বের কাছে শক্ত একটি বার্তা গিয়েছে যে আমরা প্রস্তুত ম্যাচ আয়োজনে জন্য। সবাই পাকিস্তানের দিকে তাকিয়ে ছিলো এইজন্য তারা কী প্রস্তুত ঘরের মাঠে ম্যাচ আয়োজন করতে? আমি মনে করি সবধরনের বার্তাই গিয়েছে বিশ্বের কাছে যে পাকিস্তান প্রস্তুত এইবার সেটি নিরাপত্তা হোক বা ক্রিকেট দিয়ে হোক।’