শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ হারলেও বাংলাদেশের প্রশংসা করেছেন রমিজ রাজা

শিউলী আক্তার : পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে স্বল্প রানের পুঁজিও নিয়ে স্বাগতিকদের বিরুদ্ধে লড়াই করেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ১৪২ রান নিয়ে শেষ ওভার পর্যন্ত ম্যাচটি নিয়েছে বাংলাদেশ। এতে প্রশংসা করেছেন পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা।

তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশের প্রশংসা করতেই হয়। ছোট একটি টার্গেটকে তারা শেষ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। তাদের বোলারদের কৃতিত্ব দিতে হয় তবে আমাকে অবাক করেছে তাদের দলে একজন বাঁহাতি স্পিনারও ছিলো না। সবমিলিয়ে বাবর আজমের জন্য এই জয় খুব গুরুত্বপূর্ণ ছিলো। হারিস রউফও দারুণ খেলেছে, এহসান আলীও। জয় তো জয়ই হয়।’

টাইগারদের সফর নিয়ে এবার কম জল ঘোলা হয়নি। নিরাপত্তার কারণে পেণ্ডুলামের মতো ঝুলে ছিলো এই সফর। অবশেষে পাকিস্তান সফরে গেলো টাইগাররা। সেই সাথে লাহোরে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে হোটেল এবং মাঠ পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে বাংলাদেশ। সফলভাবে প্রথম টি-টোয়েন্টি আয়োজনের পর বিশ্বকে সঠিক বার্তা পৌঁছাতে পেরেছে বলে মনে করছেন রমিজ।

তিনি বলেন, ‘তবে এই ম্যাচের মধ্যে দিয়ে বিশ্বের কাছে শক্ত একটি বার্তা গিয়েছে যে আমরা প্রস্তুত ম্যাচ আয়োজনে জন্য। সবাই পাকিস্তানের দিকে তাকিয়ে ছিলো এইজন্য তারা কী প্রস্তুত ঘরের মাঠে ম্যাচ আয়োজন করতে? আমি মনে করি সবধরনের বার্তাই গিয়েছে বিশ্বের কাছে যে পাকিস্তান প্রস্তুত এইবার সেটি নিরাপত্তা হোক বা ক্রিকেট দিয়ে হোক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়